বিয়ে মানেই নতুন অধ্যায়, আর তার সঙ্গে জুড়ে যায় হাজার প্রশ্ন। বিশেষ করে যদি তিনি হন পরিচিত অভিনেত্রী। টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্যকেও সেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হওয়ার পর আপাতত অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি। এই সময়টা দারুণ উপভোগ করছেন শ্বেতা এবং তাঁর স্বামী রুবেল দাস। রান্না করা থেকে শুরু করে ঘোরাঘুরি— বিবাহিত জীবন রীতিমতো উপভোগ করছেন দুজনেই। আর এই খুঁটিনাটি দেখেই অনেকে ধরে নেন, এবার বোধহয় সুখবর আসছে।
সম্প্রতি টেলি একাডেমি অ্যাওয়ার্ডের লাল গালিচায় হাজির হন এই তারকা দম্পতি। রুবেল দুইটি অ্যাওয়ার্ড জেতায় গর্বে উজ্জ্বল হয়ে ওঠেন শ্বেতা। তবে সেখানেই হঠাৎ উঠে আসে সেই বহুচর্চিত প্রশ্ন— তিনি কি মা হতে চলেছেন? হাসতে হাসতেই তার জবাব দিয়ে শ্বেতা জানিয়ে দেন, এই মুহূর্তে এমন কিছুই নয়। তাঁর কথায়, “না, এখন নয়। ওকে বলেছি পরে আসতে। আগে দু’জনে আরও কিছু কাজ করে নিই।” আর সেই কথার রেশ ধরে রুবেলের মজাদার মন্তব্য, “সরস্বতী এসেছে, এবার আগে লক্ষ্মী আসুক, তারপর কার্তিকও আসবে।”
তবে গর্ভধারণ নয়, বরং প্রথম বিবাহবার্ষিকী নিয়ে এখন বেশি উত্তেজিত এই দম্পতি। নিজেরাই জানিয়েছেন, বিশেষ দিনটি বিশেষভাবেই উদ্যাপন করবেন তাঁরা। শ্বেতার মতে, বিয়ের পর থেকে রুবেলের কেরিয়ারে যেন সাফল্যের জোয়ার, একের পর এক সম্মান ঘরে তুলছেন তিনি। রুবেলও মেনে নিয়েছেন, তাঁর জীবনে শ্বেতার আগমনের পর থেকেই যেন সব কিছুই বদলে গেছে।
‘যমুনা ঢাকি’ সেটেই প্রথম দেখা, তারপর বন্ধুত্ব, তর্ক, খুনসুটি আর শেষে প্রেম। দীর্ঘদিনের সম্পর্ক পেরিয়ে গত বছর বিয়ের বন্ধনে বাঁধা পড়েন তাঁরা। অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও খুব শিগগিরই নতুন চরিত্রে ফিরতে চান শ্বেতা। দর্শকদের প্রিয় ‘শ্যামলী’কে একটু ভুলতে সময় দিতে চাইছেন তিনি। তবে প্রতিশ্রুতি দিয়েছেন— এবার ফিরবেন আরও শক্তিশালী এবং নতুন রূপে।
আরও পড়ুনঃ আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে সঙ্গীত শিল্পী অন্তরা মিত্র! অবশেষে সাতপাকে বাঁধা পড়ছেন গায়িকা! পাত্র কে জানেন?
ভক্তদের অপেক্ষা তাই একটু বাড়ল বটে, কিন্তু শ্বেতার কথায় স্পষ্ট— এটা শুধুই বিরতি, বিদায় নয়।
