যতই অভিনেতারা আমাদের সিনেমা আর টেলিভিশনের মাধ্যমে আনন্দ দিয়ে থাকুক না কেন, ক্যামেরার পেছনে তাদেরও অনেক ছোট-বড় অসুবিধা থাকে। দর্শকরা প্রায়শই শুধু হাসি, আনন্দ ও সেলফির মুহূর্ত দেখে থাকেন, কিন্তু সিনেমার প্রফেশনাল দৃশ্যপটে বা ফ্যানদের সঙ্গে ছবি তোলার সময় তারা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হন। সম্প্রতি এই বিষয়টি তুলে ধরেছেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের সুপরিচিত অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
আবির চট্টোপাধ্যায় বিখ্যাত নাট্যশিল্পী ফাল্গুনী ও রুমকি চট্টোপাধ্যায়ের ছেলে। টেলিভিশন দিয়ে তার কর্মজীবন শুরু ২০০৯ সালে ‘ক্রস কানেকশন’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। বিশেষত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী হিসেবে তিনি দর্শকদের কাছে সুপরিচিত।
এই বছরের দুর্গাপূজার সময় মুক্তি পাওয়া তার দুটি ছবি—‘যত কান্ড কলকাতাতেই’ এবং ‘রক্তবীজ ২’—দর্শকদের মন জয় করেছে। এই ছবিগুলোতে তার অভিনয় শুধু গল্পকে এগিয়ে নিয়ে যায় না, দর্শকদের সঙ্গে আবেগগতভাবে সংযোগও স্থাপন করে। আবীরের স্ক্রিন প্রেজেন্স ও চরিত্রের গভীরতা দর্শকদের বিনোদনকে আরও সমৃদ্ধ করেছে।
কিন্তু সম্প্রতি আবীর জানিয়েছেন, ফ্যানদের সঙ্গে ছবি তোলার সময় তারও অনেকবার সমস্যা হয়। উচ্চতার কারণে অনেকেই সঠিক অ্যাঙ্গেলে ছবি তুলতে পারেন না। যেহেতু তিনি প্রায়শই ক্যামেরার সামনে থাকেন, তাই ছবি তোলার পজিশন বা দিক পরিবর্তন করার মতো সূক্ষ্ম দিকগুলো দর্শকদের বোঝাতে অসুবিধা হয়। তিনি বলেন, “আমি চাইলে দর্শকদের অ্যাঙ্গেল পরিবর্তন করতে বলতে পারি, কিন্তু সেটা করলে অনেকেই রেগে যায়।”
আরও পড়ুনঃ “মাউথ পাবলিসিটিই আসল—অতিরিক্ত প্রচারে আমার বিশ্বাস নেই!” টলিউডে যখন ছবির প্রচার মানেই রোডশো–লাইভ– রিল নিয়ে তারকারা ব্যস্ত, ঠিক তখন কোয়েল মল্লিকের এই সোজাসাপ্টা মন্তব্যে! দর্শকের মুখের কথাকেই ছবির একমাত্র সত্যিকারের প্রচার বলেই মনে করেন টলিউড কুইন!
সম্প্রতি মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা ‘ডিপ ফ্রিজ’। দর্শকরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এই সিনেমার জন্য। দেখা যাক, এই ছবির মাধ্যমে তিনি কিভাবে দর্শকদের আকর্ষিত করবেন এবং সিনেমার মাধ্যমে কোন নতুন আবেগ ও উত্তেজনা উপহার দেবেন।
