সম্প্রতি টেলিপাড়ায় যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে গত কয়েক দিন ধরে, তা হল জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) এর পরিবর্তে নতুন অপর্ণা হচ্ছে কোন অভিনেত্রী? কখনো শোনা যাচ্ছে, কারোর লুক-টেস্ট পর্যন্ত হয়ে গেছে আবার কখনো বা খবর আসছে এখনো প্রক্রিয়া বাকি! সব মিলিয়ে পরিস্থিতি এখনও বেশ জটিল। চলতি সপ্তাহের সোমবার বেলা বাড়তেই জানা যায়, দিতিপ্রিয়া ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে দর্শকের প্রিয় ছিল তাঁর চরিত্র, কিন্তু শারীরিক এবং মানসিক অক্ষমতার কারণে নায়িকা নিজেই এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। সেদিনের আর্টিস্ট ফোরামের বক্তব্যে বলা হয়েছে, এই সিদ্ধান্তে তার কোনও প্ররোচনা বা চাপের অবকাশ নেই, পুরো প্রক্রিয়াটিই তার নিজের ইচ্ছায় হয়েছে। প্রসঙ্গত, মাসের শুরুর দিকে ধারাবাহিকের সেটে জল্পনা ছিল তীব্র। দিতিপ্রিয়ার অভিযোগ আর জিতুর শুটিংয়ে যোগদান এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছিল।
দর্শক থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ পর্যন্ত কেউই নিশ্চিত ছিলেন না, দুই মুখ্য শিল্পীর অবস্থান কী হবে। যদিও প্রযোজনা সংস্থা বিকল্প পরিকল্পনা নিয়ে প্রস্তুত ছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের দিক দিয়ে সকলেই নায়িকার কথার দিকে তাকিয়ে ছিলেন। এদিনের বিবৃতিতে প্রযোজনা সংস্থার পক্ষে বলা হয়েছে, দিতিপ্রিয়া ১৫ দিনের নোটিশ পিরিয়ডে মধ্যে অভিনয় চালিয়ে যাবেন, যাতে ধারাবাহিকের কাজের প্রবাহ বিঘ্নিত না হয়। এর পরবর্তী সময়ে নতুন নায়িকার খোঁজ শুরু হবে।
পুরো ইউনিটের কর্মী আর টেকনিশিয়ানদের পরিস্থিতি সামলাতে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকরা সক্রিয়ভাবে চেষ্টা করছেন যাতে ধারাবাহিক বন্ধ না হয় এবং দর্শকরা অনিশ্চয়তার মধ্যে না থাকেন। তবে, অনেকেই দাবি তুলছেন দিতিপ্রিয়াকে যেন আবার অপর্ণা চরিত্রে ফিরিয়ে আনা হয়। এই মুহূর্তে সমাজ মাধ্যমে অভিনেত্রীর একটি পুরোনো সাক্ষাৎকারের অংশও তাই রীতিমতো ভাইরাল। সেখানে ধারাবাহিক থেকে শুরু করে জিতুর সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত দিকটিও খুলে বলেছেন তিনি।
যেটা সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী প্রথমেই জানিয়েছিলেন তার সহ অভিনেতা জিতুর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো। পরবর্তীতে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি মানুষটা কেমন? তাঁর মতে, মানুষ হিসেবে তিনি খুব ঘরকুনো ও সংরক্ষিত ধরনের। খুব কম মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। হাতেগোনা কয়েকজন বন্ধু আছে, তাদের ছাড়া কারোর সঙ্গেই মনের কথা খুব একটা বলেন না তিনি।
আরও পড়ুনঃ ভক্তদের চাপেই নাকি ফিরেছেন জিতু! ‘ফ্যানরা নাকি সব ভুয়ো?’ নতুন অভিযোগে বিদ্ধ জিতু!
অভিনেত্রী আরও বলেন, “যদি কেউ আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমিও তার সঙ্গে ভালো ব্যবহার করব। কিন্তু খারাপ ব্যবহার করলে আমি হয়তো সরাসরি প্রতিশোধ নেব না বা খারাপ হক না, তবে পুরোপুরি ইগনোর করব।” এই সরল ও স্পষ্ট বক্তব্য নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে, দিতিপ্রিয়ার সিদ্ধান্তের পর এখন পুরো ইউনিটের মনোভাব এবং দর্শকের প্রত্যাশা নতুন রূপ নিচ্ছে। এবার দেখার, নতুন অপর্ণা সেই ম্যাজিক ধরে রাখতে পারে কিনা!
