জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে নতুন ‘অপর্ণা’ চরিত্র নিয়ে যত দিন যাচ্ছে ততই দর্শক মহলে চাপা ক্ষোভ আর হতাশা স্পষ্ট হচ্ছে। দিতিপ্রিয়া এনওসি দেওয়ার পর, শুটিং চলছে অপর্ণাকে ছাড়াই আর হঠাৎই অপর্ণা হিসেবে সামনে এসেছে ঝাড়গ্রামের মঞ্চাভিনেত্রী ‘শিরিন পাল’-এর (Shirin Paul) নাম। খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে বহু দর্শক প্রশ্ন তুলেছেন, এত আলোচিত চারজনের লুক-টেস্ট করিয়ে শেষমেশ একেবারেই নতুন মুখেই কি ভরসা করল নির্মাতারা?
নির্মাতাদের এই সিদ্ধান্তকে অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করছেন। দর্শকদের একাংশের দাবি, প্রত্যুষা পাল, সম্পূর্ণা মণ্ডল কিংবা সৃজা দত্ত– যাদের নাম প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল, তাদের বাদ দিয়ে শিরিনকে চূড়ান্ত করার সম্ভাবনা তাঁরা মোটেই মানতে পারছেন না! বিশেষ করে সম্পূর্ণা মণ্ডলের নাম নিয়ে যেভাবে জোর গুঞ্জন তৈরি হয়েছিল, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন ঘোষণাটা শুধু সময়ের অপেক্ষা। সেই ধারণা ভুল প্রমাণিত হতে পারে জেনে কেউ কেউ সরাসরি প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।
তাঁদের মতে, ‘চারজনের লুক-টেস্ট করিয়ে শেষমেশ সম্পূর্ণ অচেনা কাউকে বেছে নেওয়া দর্শকদের প্রতি অন্যায়!’ এদিকে পুরনো অপর্ণা দিতিপ্রিয়া রায়ের জনপ্রিয়তা এখনও অটল। দর্শকদের একাংশ মনে করছেন যে, অভিনয় থেকে উপস্থিতি আর চরিত্র ধরে রাখার ক্ষমতায় তিনি ইতিমধ্যেই মানদণ্ড স্থির করে দিয়েছেন। ফলে হঠাৎ চরিত্র বদল তাদের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছে। কেউ কেউ সরাসরি লিখছেন, ‘আগের অপর্ণা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী।
তাকে রিপ্লেস করার মতো শক্ত ভিত কি শিরিনের আছে?’ আবার অনেকেই আশঙ্কা করছেন, আর্য-অপর্ণার অনস্ক্রিন কেমিস্ট্রি নষ্ট হয়ে যেতে পারে। প্রতিক্রিয়া এতটাই তীব্র যে, একাংশের দর্শক এই সিদ্ধান্ত মোটেও সহজে মেনে নিচ্ছেন না। তবে শিরিন পালকে নিয়ে আগ্রহও কম নয় অনেকের। ঝাড়গ্রামের মঞ্চজগৎ থেকে উঠে আসা এই তরুণী ছোটবেলা থেকেই নাটকের আবহে বড় হয়েছেন, পড়াশোনাও করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক ও প্রস্তুতি মিলিয়ে নির্মাতারা নাকি তাঁর স্ক্রিন-প্রেজেন্সে আশাবাদী।
আরও পড়ুনঃ দিতিপ্রিয়ার শূন্যস্থান পূরণে নির্মাতাদের দারুন চমক! সবাইকে ছাপিয়ে লুক-টেস্টে বাজিমাত করলেন ঝাড়গ্রামের এক তরুণী! ‘চিরদিনই তুমি যে আমার’এ নতুন ‘অপর্ণা’ হয়ে জিতুর সঙ্গে জুটি বাঁধছেন তিনিই! হঠাৎ কেন সুযোগ পেলেন তিনি?
লুক-টেস্টে তাঁর উপস্থিতি নাকি বেশ পাকা ছিল, এমনটাই ভিতরের খবর। কিন্তু নির্মাতাদের সেই আশাবাদ দর্শকের আস্থায় পরিণত হবে কিনা, সে নিয়েই এখন জোর বিতর্ক! সব মিলিয়ে ধারাবাহিকটি যেন নতুন এক সঙ্কটের মুখে দাঁড়িয়ে। টিআরপি, আর্য-অপর্ণার রসায়ন আর দর্শকের ক্ষোভ মিলিয়ে ‘কে হবে নতুন অপর্ণা’ প্রশ্নটি এখন শুধু একটা প্রশ্নই নয়, ধারাবাহিকের ভবিষ্যতের সঙ্গেই জড়িয়ে গেছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি ঠিকই, তবে আলোড়ন দেখে মনে হচ্ছে সিদ্ধান্ত যাই হোক, তা সহজে মেনে নিতে প্রস্তুত নন অনেকেই।
