জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিতিপ্রিয়ার বিদায়ে জিতুর ঘনি’ষ্ঠ হয়েছেন শিরিন! তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী অস্বস্তিতে বাস্তবের প্রেমিক জিৎ সুন্দর?

ছোটপর্দায় নায়িকা হিসেবে পা রাখতেই শিরিন পালকে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়ার জায়গায় এসেই প্রথম দৃশ্যে নজর কেড়েছেন তিনি। আর্য–অপর্ণার রোম্যান্টিক রসায়ন দর্শকদের মনও জিতেছে। তবে শিরিনের নাম ঘিরে আরেকটি আলোচনা—পর্দায় যাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন তিনি জীতু কমল, আর বাস্তবে তাঁর প্রেমিক অভিনেতা জিৎ সুন্দর।

নাট্যমঞ্চ থেকে বড় হয়ে ওঠা শিরিন ও জিৎ সুন্দর দীর্ঘদিনের পরিচিত। দু’জনেই অভিনয় জগতের মানুষ হলেও ব্যক্তিগত সম্পর্কে তাঁরা বরাবরই সংযমী। জিৎ সুন্দর প্রকাশ্যে শিরিনকে প্রেমিকা নয়, ‘প্রিয় বন্ধু’ হিসেবেই ডাকেন। তাই শিরিনের পর্দার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তাঁর অস্বস্তি বা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল কি না, সেই প্রশ্নই উঠেছিল।

অভিনেতা অবশ্য খুব স্বস্তির সুরেই উত্তর দিয়েছেন। দুপুরের শুটিং শেষে ফোনে জিৎ জানালেন, শিরিন অভিনয় করছে, আর সেটাই তার কাজ। তাই এতে কষ্ট বা অস্বস্তির জায়গা নেই। তাঁর কথায়, ভরসা বা নিরাপত্তাহীনতা—কোনও শব্দই এখানে প্রযোজ্য নয়। কারণ অভিনেতা হিসেবে তিনিও জানেন, কোনটা বাস্তব আর কোনটা অভিনয়। কাজের জায়গায় দু’জনই পেশাদারিত্বকে সর্বাগ্রে রাখেন।

জিজ্ঞেস করা হলে তিনি আরও জানান, যেমন কেউ ইচ্ছে করে অন্যের অফিসে ঢুকে পড়েন না, ঠিক তেমনই অভিনেতারা অন্যের সেটেও যান না। তাই পর্দার রসায়ন নিয়ে কোনও ভয় বা সন্দেহ তাঁদের সম্পর্কে নেই। বরং শুটিং শেষ হওয়ার পরে দু’জনেই একসঙ্গে বসে দৃশ্যগুলি দেখেছেন। জিৎ সুন্দর মুগ্ধ শিরিনের অভিনয়ে এবং আরও বেশি মুগ্ধ জীতু কমলের সৌজন্যে, যিনি সেটে শিরিনকে ভীষণ আগলে রাখছেন।

এসভিএফ থেকে চ্যানেল—সব মহলেই শিরিন যে দুর্দান্ত সাপোর্ট পাচ্ছেন, সেটাও জানালেন জিৎ। সেই কারণেই কোনও পরামর্শ দেওয়া বা চিন্তা করার প্রয়োজন হয় না তাঁর। গসিপ বা আলোচনার চেয়ে একজন অভিনেতার প্রকৃত মাইলফলক তার কাজ—এই বিশ্বাসেই এগোতে চান দু’জনেই। আর জিৎ সুন্দর শুধু চান, শিরিন যেন অভিনয়ের দুনিয়াতেই নিজের যোগ্য জায়গা করে নিতে পারে।

Piya Chanda