জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রকাশ্যে আর্য-অপর্ণার বিয়ের নিমন্ত্রণপত্র! সিঁদুর-হলুদের আভায় উজ্জ্বল শুভ পরিণয়ের বার্তা, তুঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’-এর দর্শকদের উন্মাদনা! ধারাবাহিকে শুরু ভালোবাসা উদযাপনের অধ্যায়! কবে আসছে মূল পর্ব?

নতুন মোড়ের দোরগোড়ায় দাঁড়িয়ে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। ভক্তরাও এখন যেন এক আলাদা উচ্ছ্বাসে ভাসছে এই নতুন অধ্যায় নিয়ে। দিতিপ্রিয়া বিদায় নেওয়ার পর শিরিন পালের আগমন যে কতটা আলোড়ন তুলেছিল, সেটা তো দর্শকেরা প্রথম কয়েক দিনেই বুঝেছিলেন। কিন্তু চমক হল, নতুন মুখ হয়েও তিনি খুব দ্রুত গল্পের গতির সঙ্গে তাল মিলিয়ে ফেলেছেন। জিতুর সঙ্গে তাঁর সহজ রসায়নও ক্রমে ধারাবাহিকটাকে আবারও প্রাণবন্ত করে তুলেছে।

প্রথম পর্বেই অন্ত’রঙ্গ মুহূর্তে দু’জনের স্বচ্ছন্দতা দেখে অনেকেই বলছেন, এই জুটিই নাকি এখন আসল ছোটপর্দার প্রধান আকর্ষণ। গল্পের গতির সঙ্গে তাল মিলিয়ে, তেমনই দর্শকের আগ্রহও এখন অন্য স্তরে। কারণ চ্যানেলের পক্ষ থেকে আর্য এবং অপর্ণার বিয়ের কার্ড যে প্রকাশ্যে আনা হয়েছে ইতিমধ্যেই! আর সমাজ মাধ্যমে সেই ছবি প্রকাশ পেতেই, তা নতুন উদ্দীপনা যোগ করেছে পুরো দর্শকমহলে। কার্ডের সামনেটায় দু’জনের নামের আদ্যাক্ষর আর মঙ্গল চিহ্ন সিঁদুর-হলুদের দেখে অনেকেই বলছেন, ‘পর্দার গল্প যেন বাস্তবের আমেজ নিয়ে এগোচ্ছে।’

Chirodini Tumi Je Amar, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Shirin Paul, New Aparna, Jeetu Ditipriya Controversy, Jeetu Kamal, Ditipriya Roy, Lead Replacement, Audience Reaction, চিরদিনই তুমি যে আমার, জি বাংলা, বাংলা ধারাবাহিক, বাংলা টেলিভিশন, শিরিন পাল, নতুন অপর্ণা, জিতু দিতিপ্রিয়া বিতর্ক, জিতু কমল, দিতিপ্রিয়া রায়, নতুন মুখ, দর্শক প্রতিক্রিয়া

কার্ড বিলিও নাকি শুরু হয়ে গিয়েছে, তেমনটাই খবর। ধারাবাহিকের চরিত্রদের বিয়ের প্রস্তুতির গন্ধও মিলছে ইতিমধ্যেই। এদিকে, অপর্ণার রেজাল্ট বেরোনোর পর আর্যের চুপিচুপি আয়োজন, আংটি বদল, এসব ছোট ছোট দৃশ্য দর্শকদের মন ছুঁয়ে গেছে। এর মধ্যেই ধারাবাহিকপ্রেমীদের কাছে অবশেষে আর্য নিজের থেকে অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেওয়া ছিল অনেক বড় উপহার। কিন্তু, প্রেমের এই ধাপে চলতে চলতেই মাঝেমধ্যে বিপদের ছায়াও এসেছে তাদের জীবনে আর এই কথা সবাই জানে।

কিন্তু তা গল্পের উত্তেজনাকেই আরও বাড়িয়েছে শুধু। এবারও তেমন কিছুই হতে চলেছে, অপর্ণার বাবা আর্যর অতীত জেনে যাওয়ার পর। উল্লেখ্য, এই মুহূর্তে শিরিনকে নিয়ে শুরুতে যতই সমালোচনা চলুক, দেখা যাচ্ছে বড় অংশের দর্শক তাঁকে নতুন অপর্ণা হিসেবে স্বাভাবিক ভাবেই গ্রহণ করেছেন। তাঁর সংলাপ বলা, আবেগ দেখানো কিংবা নায়কের সঙ্গে রসায়ন, মিলিয়ে নিজেকে গল্পে এমনভাবে মিশিয়ে দিয়েছেন, যাতে আর খুব একটা তুলনা বা প্রশ্ন তোলা যাচ্ছে না।

নতুন অপর্ণার ছন্দে ধরা পড়েছে পুরোনো চরিত্রের অনুভব, কিন্তু একদম নিজের মতো করে। আর সবশেষে বলতেই হবে যে এই মুহূর্তে উত্তেজনার পারদ যে কারণে সবচেয়ে চড়া, তা হলো বহু প্রতীক্ষিত আর্য-অপর্ণার বিয়ের। কার্ডের একটি ঝলকেই সমাজ মাধ্যম সরগরম, বোঝাই যাচ্ছে যে মূল পর্বে কি হতে চলেছে! যে যার মত প্রকাশ করে বলছেন, ছোটপর্দার এই বিয়েটা হবে সবচেয়ে জমকালো, আবেগ থেকে রসায়ন মিলিয়ে পূর্ণ মাত্রায় সেরা। আপনারা কতটা উৎসাহী এই বিয়ে নিয়ে?

Piya Chanda