জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অভিনয়ই আমার রুজি রুটি, পছন্দ-অপছন্দ দেখলে তো পেট চলবে না!’ অভিনয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার পরেও চরিত্র বাছাই নিয়ে অকপট অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য!

এই মুহূর্তে টিভি, ওয়েব সিরিজ থেকে বড় পর্দা সব জায়গাতেই সমান ছন্দে অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য। মুখ্য চরিত্র কম পেলেও যে ভূমিকাই তাঁকে দেওয়া হয়, তাতেই তিনি নিজের ছাপ রেখে যান। কখনও পুলিশ অফিসার, কখনও কমেডি চরিত্র, আবার কখনও একেবারে সাধারণ মানুষ—সব চরিত্রেই সহজেই মানিয়ে নেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘চিরসখা’-য়।

তবে এত চরিত্রে অভিনয় করার পরও কি তিনি বাছবিচার করে ভূমিকা গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তরে অম্বরীশ জানান, তিনি অভিনয়ের বাইরে কিছু ভাবেন না। তাঁর কথায়, প্রতিদিন যে আয়ের দরকার সেটা হয়ে গেলেই তিনি স্বস্তি পান। কাজ বড় বা ছোট কি সেটাই তাঁর কাছে মুখ্য নয়, কাজটাই তাঁর কাছে আসল।

সোশ্যাল মিডিয়ায় দ্য রুম অফ টেলস পাতায় প্রকাশিত এক ভিডিওতে তিনি নিজের সিদ্ধান্ত ও ভাবনার কথা আরও খোলামেলা বলেছেন। তিনি জানান, একজন অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রেই তাঁকে অভিনয় করতে হয়। তাঁর প্রথম শর্ত হল প্রতিদিনের আয়ের লক্ষ্য পূরণ হওয়া। সেটা হলে তিনি আর বাড়তি কিছু ভাবেন না।

অম্বরীশ জানান, চরিত্র যত ছোটই হোক তিনি কাজ করেন। তাঁর ভাষায়, অনেক সহ-অভিনেতা এক দিনের চরিত্র পেলে তা নিতে চান না, কিন্তু তিনি সেই সুযোগও গ্রহণ করেন। কারণ তাঁর কাছে অভিনয়ই পেশা, আর এই কাজের মাধ্যমেই তিনি জীবন চালান। তাই চরিত্র গুরুত্বপূর্ণ কি না সেটা ভেবে তিনি পছন্দ-অপছন্দ করেন না।

এর আগে তিনি আরও বলেছিলেন যে নিজের বাড়তি ওজন নিয়ে তাঁর কোনওই অস্বস্তি নেই। বরং এটি তাঁকে আরও বেশি চরিত্র পেতে সাহায্য করে। অনেক পরিচালক চরিত্র ভাবলেই তাঁর কথাই প্রথম মনে পড়ে। তাই অম্বরীশের বিশ্বাস, নিজের মতো থাকতে পারলেই কাজ আরও সহজ হয়, আর বিভিন্ন চরিত্রে অভিনয় করাই তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page