বিয়ের মরশুম পড়তে না পড়তেই টলিপাড়ার অন্দরে ফের উৎসবের আবহ। কয়েক মাস ধরেই অভিনেত্রী ‘মধুমিতা সরকার’কে (Madhumita Sarcar) ঘিরে যেন আলোচনার শেষ নেই। কখনও তার সমাজ মাধ্যম পোস্ট নিয়ে হৈচৈ, কখনও একা ঘোরার ছবি কিংবা সিঁথিতে সিঁদুর, প্রতিটি বিষয়ই মুহূর্তে খবরের শিরোনামে চলে এসেছে। তবে, এসব ছোটখাটো বিতর্ক পেরিয়ে এবার অন্য কারণে আলোচনার কেন্দ্রে তিনি। ব্যক্তিগত জীবনে বড় এক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মধুমিতা আর সেই খবরেই সরগরম টলিপাড়া।
কিছুদিন আগেই শোরগোল পড়ে গিয়েছিল যে অভিনেত্রীর পাশে এখন এক বিশেষ মানুষ রয়েছেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তী। অভিনয় জগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, নেটমাধ্যমে তাদের একসঙ্গে বিভিন্ন সময় দেখা মিলেছে। পুজোর সময় দু’জনের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতেই অনুরাগীদের মধ্যে বাড়তে থাকে কৌতূহল। সমাজ মাধ্যম থেকে স্টুডিও পাড়া, সব জায়গাতেই শুরু হয়ে যায় নতুন জুটিকে ঘিরে নানান গুঞ্জন।
প্রসঙ্গত, অভিনয় জীবনের শুরুটা ছোট পর্দায় ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে হলেও, সময়ের সঙ্গে সঙ্গে মধুমিতা নিজের পরিসর বাড়িয়েছেন। মেগা থেকে ওটিটি, দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। কিছু বছর বিরতি নিয়ে মুম্বইতে ভাগ্য পরীক্ষাও করেছিলেন তিনি, যদিও সেখানকার অভিজ্ঞতা খুব সুবিধাজনক ছিল না। পরে কলকাতায় ফিরে ফের টেলিভিশনের বড় চরিত্রে কামব্যাক করেন। এখন ‘ভোলেবাবা পার করে গা’র শুটিংয়ের পাশাপাশি ঝাড়গ্রামে নতুন ছবির কাজও সামলাচ্ছেন।
এই ব্যস্ততার মাঝেও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার ঝড় থামেনি। নেটিজেনরা পুরনো সম্পর্ক থেকে নতুন পথচলার প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেছেন। মাত্র আঠারো বছর বয়সে প্রথমবার বিয়ে করেছিলেন তিনি, সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। সেই সম্পর্ক সুখের হলেও বেশি দিন টিকেনি, ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর দীর্ঘদিন একা থাকলেও, আদতে যে নতুন কাউকে জীবনে জায়গা নিয়েছিল তা ধীরে ধীরে পরিষ্কার হয়েছে এবার।
আরও পড়ুনঃ শরীরী গড়ন নিয়ে বারবার কটা’ক্ষের শিকার সায়ন্তিকা, লকেট, জুনরা! ভিন্ন দল হলেও এবার সায়ন্তিকার পাশে দাঁড়িয়ে সরব লকেট
উল্লেখ্য, সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই বিয়ের পিঁড়িতে কবে বসছেন এই নিয়ে জোর ফিসফাস চলছিল বেশ কিছুদিন ধরে। এবার খবর মিলেছে, শীতের মরশুমেই পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা ও দেবমাল্য। আগামী বছর ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে হবে বিয়ে আর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে রিসেপশন। সাবেকি সাজেই দেখা যাবে দম্পতিকে, দুই পরিবারেই চলছে প্রস্তুতি আর অনুরাগীদের মুখে এখন একটাই প্রশ্ন, এই নতুন অধ্যায় কতটা বদলে দেবে নায়িকার আগামী দিনগুলো?
