সমাজমাধ্যমে সম্প্রতি একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন জিতু কামাল। ছবিগুলো দেখেই চমকে উঠেছেন অনুরাগীরা। কোথাও দেখা যাচ্ছে ঘাড়ের পাশে সূঁচ ফোটানো, আবার কোথাও গোটা পিঠ জুড়ে গোল গোল লাল দাগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, অভিনেতার শরীরে কী হয়েছে। অনেকেই উদ্বিগ্ন হয়ে মন্তব্য করেছেন এবং খোঁজ নিয়েছেন তাঁর শারীরিক অবস্থার।
তবে ভয়ের কোনও কারণ নেই। জিতু কামাল আসলে নিয়েছেন কাপিং থেরাপি এবং নিডিল থেরাপি। এই চিকিৎসা পদ্ধতিতে পিঠ এবং ঘাড়ের ব্যথা কমানো হয়, পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে। অভিনেতা নিজেই ছবি পোস্ট করে লিখেছেন ইচ্ছে আর অনিচ্ছের মাঝে। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায় খালি গায়ে বসে রয়েছেন তিনি, শিরদাঁড়ার দুই পাশে স্পষ্ট লাল দাগ, যা কাপিং থেরাপির স্বাভাবিক ফল।
পরের ছবিগুলোতে দেখা যায় তিনি উপুড় হয়ে শুয়ে আছেন, ঘাড় আর কানের পাশে বসানো রয়েছে সূঁচ। এই দৃশ্য অনেকের কাছেই ভয়ানক মনে হলেও চিকিৎসকদের মতে এটি একেবারেই নিরাপদ। এশিয়ার বহু দেশে এই থেরাপি জনপ্রিয় এবং বহু অভিনেতা ও খেলোয়াড় নিয়মিত এই চিকিৎসা করিয়ে থাকেন শরীর সুস্থ রাখতে।
কাজের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত জিতু কামাল। তাঁকে বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখা যাচ্ছে। নায়িকা বদল হলেও ধারাবাহিকটি এখনও টিআরপি তালিকায় সেরা দশে জায়গা ধরে রেখেছে। গল্পে আসছে নতুন মোড়। আর্যের প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে শীঘ্রই দেখা যাবে পায়েল দে কে, যা দর্শকদের কৌতূহল বাড়াচ্ছে।
আরও পড়ুনঃ ছোট পর্দার গণ্ডি ছাপিয়ে এবার ইতিহাসের মঞ্চে দুই পরিচিত মুখ—দিব্যজ্যোতি দত্ত ও আরাত্রিকা মাইতি! একসঙ্গে নতুন অধ্যায়ে ভারতীয় সিনেমার গতিপথ বদলে দিতে চলেছেন তাঁরা!
ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দার কাজেও মন দিয়েছেন জিতু। সম্প্রতি তিনি এরাও মানুষ ছবির শুটিং শেষ করেছেন, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলেও এখন সম্পূর্ণ সুস্থ তিনি। নিয়মিত ছোটখাটো আপডেট দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন অভিনেতা।
