লম্বা বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরেছেন রুকমা রায়। এই সময়টা তিনি নিজের মতো করে কাটিয়েছেন। দেশ বিদেশে ঘুরেছেন। জীবন উপভোগ করেছেন। তবে মনে মনে জানতেন আবার পর্দায় ফিরতেই হবে। কারণ নিয়মিত কাজ না করলে দর্শকের স্মৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাওয়ার ভয় থাকে। সেই ভাবনাই তাঁকে ফের ক্যামেরার সামনে দাঁড় করিয়েছে নতুন আত্মবিশ্বাসে।
ফিরেই একেবারে আলাদা ধরনের চরিত্রে ধরা দিয়েছেন রুকমা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে একটি জনপ্রিয় ধারাবাহিকে কঠোর পুলিশ আধিকারিকের ভূমিকায়। রোম্যান্টিক নায়িকার পরিচিত ছক ভেঙে দুরন্ত অ্যাকশন দৃশ্যে তিনি তাক লাগিয়েছেন। পুলিশের পোশাকে দায়িত্ববোধ আর মানবিকতার মিশেল ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেছেন অভিনেত্রী। এই চরিত্র তাঁকে মানসিক ভাবেও অনেকটা বদলে দিয়েছে।
এর পাশাপাশি তিনি অভিনয় করেছেন একটি সিরিজে যেখানে তাঁর চরিত্র একেবারেই ভিন্ন। এখানে রুকমাই এক মাধ্যম যিনি আত্মার সঙ্গে যোগাযোগ করেন। মুখজুড়ে কাটা দাগ আর চোখের অদ্ভুত চাহনি দর্শকদের শিউরে উঠতে বাধ্য করেছে। এই চরিত্রের জন্য প্রতিদিন দীর্ঘ সময় ধরে বিশেষ মেকআপ আর লেন্স ব্যবহার করতে হয়েছে তাঁকে। তবু অভিনয়ের চ্যালেঞ্জই তাঁকে আকর্ষণ করেছে।
আরও পড়ুনঃ “এত আনন্দের মাঝেও মন খারাপ থেকে গেল!” এত ভালো অভিনয় করেও পুরস্কারের মঞ্চে বঞ্চিত দ্রোণ মুখোপাধ্যায়! সহ অভিনেতার জন্য আক্ষেপ অভিনেতা সুব্রত গুহ রায়ের!
অনেকে ভাবছেন তবে কি রুকমা আর রোম্যান্টিক চরিত্রে ফিরবেন না। এই প্রশ্নে তিনি স্পষ্ট জানাচ্ছেন বিষয়টি তা নয়। তাঁর ইচ্ছে ছিল নিজের অভিনয়ের পরিসর আরও বড় করে দেখানো। শুধুমাত্র সুন্দরী নায়িকার গণ্ডিতে আটকে না থেকে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরাই ছিল লক্ষ্য। সেই কারণেই এমন সাহসী সিদ্ধান্ত।
লম্বা বিরতির পর কাজ পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও বাস্তবে তেমন সমস্যায় পড়েননি রুকমা। তিনি নিজেই বলেন সব পেশাতেই বিরতির প্রভাব পড়ে। তবে ভাগ্য সহায় ছিল। কাজে ফেরার সিদ্ধান্ত নেওয়ার আগেই নতুন প্রস্তাব এসে যায়। এখন তাঁর লক্ষ্য একটাই। ভিন্ন চরিত্রে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া।
