জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভালবাসার স্বাধীনতা নিয়ে সমাজ এখনও দ্বিধাগ্রস্ত! সুচন্দ্রার সমলিঙ্গে বিয়ে নিয়ে কী বলছে টলিউড?

সমলিঙ্গে প্রেম বা সম্পর্ক বর্তমান সময়ে আর নতুন কোনও বিষয় নয়। তবুও সমাজের একাংশে এই বিষয় ঘিরে কৌতূহল ও সমালোচনা থামছে না। সম্প্রতি সেই চর্চার কেন্দ্রে উঠে এসেছেন টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, পাহাড়ে গিয়ে নাকি তিনি তাঁর সঙ্গিনীর সঙ্গে বিয়ে সেরেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা, প্রশ্ন আর মন্তব্যের ঝড়। যদিও অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই সব কথার কোনও ভিত্তি নেই এবং তিনি অযথা গুজবে গুরুত্ব দিতে চান না।

তবে সুচন্দ্রার নাম জড়িয়ে এই প্রসঙ্গ সামনে আসতেই বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন টেলিপাড়ার একাধিক শিল্পী। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে সমানাধিকার ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করছেন। তাঁর মতে, ভালবাসা কখনও লিঙ্গ দিয়ে বিচার করা যায় না। বিয়ে হোক বা একসঙ্গে থাকার সিদ্ধান্ত, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সমাজে বসবাস করতে গিয়ে সমপ্রেমে বিশ্বাসী মানুষদের এখনও নানা বাধার মুখে পড়তে হয়। কিন্তু তাই বলে কারও ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা বা প্রশ্ন তোলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্য দিকে সুদীপা চট্টোপাধ্যায় মনে করেন, এই বিষয়ে সকলের নিজস্ব মত থাকতে পারে, কিন্তু তা চাপিয়ে দেওয়া ঠিক নয়। তিনি স্বীকার করেছেন, বিষয়টি নিয়ে তাঁর খুব গভীর জ্ঞান না থাকলেও সমালোচনার ভাষা তাঁকে বিচলিত করে। কারও অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কথাবার্তা এড়িয়ে চলাই ভাল বলে মনে করেন তিনি। সুদীপার মতে, সমলিঙ্গে বিয়েবাড়িও আর পাঁচটা বিয়ের মতোই স্বাভাবিক। সমাজ এখনও পুরোপুরি প্রস্তুত না হলেও ধীরে ধীরে মানসিকতার বদল জরুরি।

এই বিতর্ককে একেবারেই পশ্চাৎপদ চিন্তাভাবনার ফল বলে মনে করেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, বহু যুগ ধরেই সমলিঙ্গে প্রেমের অস্তিত্ব রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আবার সেই নিয়েই প্রশ্ন ওঠে, তা হলে সমাজ কোন দিকে এগোচ্ছে তা ভাবার বিষয়। একই সুর শোনা গেছে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। তিনি বলেন, ভাল লাগা বা সম্পর্ক ব্যক্তিভেদে আলাদা হয়। কারও পছন্দ অপছন্দ নিয়ে মন্তব্য করার অধিকার অন্য কারও নেই।

সব মিলিয়ে সুচন্দ্রার ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া এই চর্চা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভালবাসার স্বাধীনতা নিয়ে সমাজ এখনও দ্বিধাগ্রস্ত। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অকারণ রটনায় তিনি কান দেবেন না। সত্যিই বিয়ে হয়েছে কি না সেই উত্তর এখনও অজানা। তবে এই প্রসঙ্গ ঘিরে টেলিপাড়ার বক্তব্য একটাই, সম্পর্ক যার যার ব্যক্তিগত বিষয়, সেখানে বিচার বা সমালোচনার কোনও জায়গা নেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page