জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পর্দার গল্প নয়, বাস্তব জীবনের অনুভূতিই ছিল ‘প্রজাপতি’র প্রাণ! রুক্মিণীর ও রুক্মিণীর মায়ের জীবনের বাস্তব যন্ত্রণা নিয়েই ছবি বানিয়েছেন দেব! ‘প্রেমিক হোক তো দেবের মতো’ বলছে নেট দুনিয়া

করোনা পরবর্তী পরিস্থিতিতে বক্স অফিসে মুক্তির পর থেকেই ‘প্রজাপতি’ (Prajapati) যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল, সেটা আজও অস্বীকার করার উপায় নেই। বাবা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি এই ছবির আবেগ অনেক দর্শকের নিজের জীবনের সঙ্গে মিলে গিয়েছিল। দেব (Dev) আর মিঠুন চক্রবর্তীর অভিনয়ের রসায়ন ছবিটাকে শুধু সফলই করেনি, বরং স্মৃতির ভাঁজে স্থায়ী করে দিয়েছে। তাই সেই গল্পের পরবর্তী অধ্যায় আসছে শুনেই দর্শকদের কৌতূহল স্বাভাবিকভাবেই তুঙ্গে।

আসন্ন সপ্তাহে, বড়দিনেই মুক্তি পেতে চলেছে ‘প্রজাপতি ২’ (Prajapati 2)। ইতিমধ্যেই মুক্তি পাওয়া ট্রেলার আর গান থেকে বোঝা যাচ্ছে যে আগের ছবির আবেগের ধারাবাহিকতা থাকলেও গল্পের দিকটা কিছুটা আলাদা পথে হাঁটবে। পারিবারিক সম্পর্ক আর মানসিক টানাপড়েনও এবার যেন অন্যরকম করে মনে দাগ কাটবে। পুরনো অনুভূতির সঙ্গে নতুন চরিত্ররা আর গল্প মিলিয়ে ছবিটাকে ঘিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে।

প্রসঙ্গত, এই ছবিতে দেবকে দেখা যাবে একজন সিঙ্গেল ফাদারের চরিত্রে, যা তাঁর নিজের কাছেও বেশ স্পেশাল। দেব নিজেই জানিয়েছেন যে নানান ধরনের সম্পর্ক তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন, কিন্তু একজন বাবার একাকিত্ব থেকে সন্তানের দায়িত্ব আর না বলা লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়নি। সেই চরিত্রের খিদে এবং অপূর্ণতা নাকি এই চরিত্রে অভিনয়ের ইচ্ছার জন্ম দেয়। ফলে এই ছবিতে তাঁর অভিনয় নিয়ে প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেকটা বেড়ে গেছে।

গল্পের কেন্দ্রে বাবা ও মেয়ের সম্পর্ক থাকায়, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রদের পাশাপাশি দু’জনের অভিনয়ই এখানে মুখ্য ভূমিকা নেবে। এই প্রসঙ্গে দেবের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও উঠে এসেছে। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি নিজে কোনও সিঙ্গেল ফাদার কাছ থেকে দেখেননি। তবে সিঙ্গেল মাদারের উদাহরণ তাঁর জীবনে খুব কাছের, রুক্মিণীর মা। তাঁর জীবনসংগ্রাম থেকেই নাকি ‘প্রজাপতি’ ছবির ভাবনার একটা বড় অংশ এসেছে। তিনি বিশেষ বান্ধবীর জীবন আর সংগ্রামটা অনেক কাছ থেকে দেখেছেন।

দেব আরও বলেন, বাবাকে হারানোর পর মায়ের একাকীত্বটা মেনে নিতে পারেনি রুক্মিণী। মাকে আবার বিয়ে করার জন্য অনেক সময় জোর করত আর সেই বাস্তব অনুভূতিগুলোর এই ছবির গল্পে পাওয়া যায়। উল্লেখ্য, শুধু প্রথম ছবিতেই নয়, ‘প্রজাপতি ২’-তেও কিছু জায়গায় সেই অনুপ্রেরণার মিল থাকবে! বাস্তব জীবনের সহজ, নীরব গল্পগুলোই যে ছবির আবেগের মূল শক্তি, এই ইঙ্গিতই যেন নতুন পর্বের আগেই দিয়ে রাখলেন দেব। এবার দেখার, ‘প্রজাপতি ২’ কি ‘প্রজাপতি’র জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারবে?

Piya Chanda

                 

You cannot copy content of this page