টলিউড বা বলিউড যে কোনও ইন্ডাস্ট্রিতেই কাজের নিশ্চয়তা বলে কিছু নেই। আজ জনপ্রিয়তা থাকলেও কাল যে কাজ থাকবে, তার কোনও গ্যারান্টি নেই। সেই বাস্তবতাই বহু শিল্পীকে জীবনের এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। দীর্ঘ সময় কাজ না থাকলে সঞ্চয় ফুরিয়ে যায়, তখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ে। এই পরিস্থিতি মাথায় রেখেই এখন অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বিকল্প উপার্জনের পথ খুঁজছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছোট বড় ব্যবসা, নিজের পছন্দের কাজ বেছে নিয়ে ভবিষ্যৎ সুরক্ষার চেষ্টা করছেন অনেকে।
এই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। স্টার জলসার ধারাবাহিক ‘মা’ তে ফুলকির বড়বেলার চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছিলেন তিনি। ছোট পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। তবে বিগত কয়েক বছর তাঁকে সেভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই দর্শকের মনে প্রশ্ন উঠেছিল, এখন কেমন আছেন তিনি এবং কী করছেন এই সময়ে।
জানা গিয়েছে, অভিনয়ের পাশাপাশি এবার নিজের স্বপ্নের ব্যবসা শুরু করেছেন প্রিয়াঙ্কা। ব্যবসায়ী পরিবারে বড় হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই ব্যবসা সম্পর্কে তাঁর ধারণা তৈরি হয়। বাবার কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকেই তিনি ধীরে ধীরে নিজের পথ তৈরি করতে চেয়েছিলেন। অবশেষে সেই পরিকল্পনাকেই বাস্তব রূপ দিলেন অভিনেত্রী। অভিনয়ের অনিশ্চয়তার মাঝে এই ব্যবসাই এখন তাঁর ভরসা।
প্রিয়াঙ্কা যে ব্যবসা শুরু করেছেন, তা মূলত স্বল্পমূল্যের আকর্ষণীয় গয়না নিয়ে। হীরে বা সোনার উচ্চমূল্যের পরিবর্তে তিনি রুপোর সঙ্গে হীরের সংমিশ্রণে গয়না তৈরি করছেন। এই গয়নাগুলির দাম শুরু হচ্ছে মাত্র দুই হাজার টাকা থেকে। নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি এই গয়নাগুলি ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। আপাতত বাড়ি থেকেই ব্যবসা চালালেও ভবিষ্যতে বড়বাজারে নিজস্ব শোরুম খোলার ইচ্ছেও রয়েছে তাঁর।
আরও পড়ুনঃ দেবচন্দ্রিমা নয়, দ্বীপান্বিতা হতেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের নায়িকা ‘চারু’! কেন হতে পারলেন না তিনি? এবার অভিনেত্রী সামনে আনলেন, এতদিনের গোপন তথ্য!
তবে ব্যবসা শুরু করলেও অভিনয় জগত থেকে দূরে সরে যাচ্ছেন না প্রিয়াঙ্কা। বরং দুটো দিক সামলে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। কলকাতার পাশাপাশি মুম্বাইতেই এখন তাঁর বেশিরভাগ সময় কাটছে। নিয়মিত অডিশন দিচ্ছেন এবং ইতিমধ্যেই মারাঠি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগও পেয়েছেন। ব্যবসা ও অভিনয় দুইয়ের ভারসাম্য রেখেই নতুনভাবে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান প্রিয়াঙ্কা।
