জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মা ছিলেন পরিচারিকা, বাবা বিক্রি করতেন ডাবের জল! দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আজ আন্তর্জাতিক মঞ্চে, অস্কারের দৌড়ে অভিনেতা! তাঁর সাফল্যের গল্প, হার মানাবে সিনেমাকেও!

এক সময় লোকের বাড়ি বাড়ি কাজ করা মা আর মুম্বইয়ের রাস্তায় ডাবের জল বিক্রি করা বাবার সংসার। অভাব ছিল নিত্যসঙ্গী স্বপ্ন ছিল দূরের আকাশে উড়ে যাওয়া উড়োজাহাজের মতোই ধরাছোঁয়ার বাইরে। সেই পরিবারেই জন্ম নেওয়া এক ছেলের জীবন আজ সিনেমার পর্দার গল্পকেও হার মানায়। অভিনয়ের জোরে তাঁর ছবির নাম উঠে এসেছে অস্কারের শর্টলিস্টে। কঠিন বাস্তবের ভেতর দিয়ে বেড়ে ওঠা এই অভিনেতার পথচলা আজ বিশ্ব সিনেমার আলোয়।

ছোটপর্দা থেকে ধীরে ধীরে বড়পর্দায় উঠে আসা এই তরুণ দর্শকের মনে দাগ কেটেছিলেন এক ভয়ংকর চরিত্রে। শক্তিশালী নায়িকার পাশে দাঁড়িয়ে তাঁর ঠান্ডা চোখের দৃষ্টি আর নির্মম উপস্থিতি দর্শকদের অস্বস্তিতে ফেলে দিয়েছিল। খুব অল্প বয়সেই এমন পরিণত অভিনয় দেখে অনেকেই বুঝে নিয়েছিলেন তিনি হালকা নন। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল দিনের পর দিন লড়াই দরজায় দরজায় ঘোরা আর নিজেকে প্রমাণ করার তীব্র জেদ।

এই অভিনেতার নাম বিশাল জেঠওয়া। তাঁর জীবনের গল্প যেমন কঠিন তেমনই অনুপ্রেরণামূলক। বাবার অকালমৃত্যুর পর সংসারের হাল ধরেন মা প্রীতি জেঠওয়া। পরিচারিকার কাজ করে তিন সন্তানকে মানুষ করেন তিনি। অপমান আর ক্লান্তি গিলে রেখে ছেলের পড়াশোনা আর স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন। সেই মায়ের হাত ধরেই একদিন বিদেশ সফরে গিয়ে বিমানের বিজনেস ক্লাসে বসা বিশালের কাছে ছিল জীবনের সবচেয়ে বড় পুরস্কার।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর মুম্বইয়ের ঠাকুর কলেজ থেকে স্নাতক হয়ে অভিনয়ের টানে থিয়েটারে জড়িয়ে পড়েন বিশাল। সুযোগের আশায় স্পট বয় থেকে লাইট ধরার কাজও করতে হয়েছে তাঁকে। ২০১৩ সালে টেলিভিশনে কাজ শুরু করে ধীরে ধীরে পরিচিতি পান। মহারানা প্রতাপ দিয়াউর বাতি হাম পেশওয়া বাজিরাওয়ের মতো ধারাবাহিক তাঁর ভিত মজবুত করে। বড়পর্দায় মর্দানী টু ছবিই বদলে দেয় তাঁর কেরিয়ারের মোড়।

এবার সেই সংগ্রামের ফল মিলেছে আন্তর্জাতিক মঞ্চে। ঈশান খট্টর ও জাহ্নবী কপূর অভিনীত হোমবাউন্ড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশালকে। কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয় এবং অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য বিভাগে ছবিটি শর্টলিস্টে জায়গা করে নেয়। এই সাফল্য শুধু বিশাল জেঠওয়ার ব্যক্তিগত জয় নয় বরং ভারতীয় সিনেমার জন্যও এক গর্বের মুহূর্ত।

Piya Chanda

                 

You cannot copy content of this page