প্রতি সপ্তাহের মতোই এবারও প্রকাশ পেল বাংলা টেলিভিশনের সর্বশেষ টিআরপি (TRP) তালিকা আর সেই তালিকা (TRP List) সামনে আসতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। কোন ধারাবাহিক এগিয়ে, কে পিছিয়ে? সেই প্রতিযোগিতার জমাট ছবি দেখা গেল বছরের শেষ সপ্তাহের এই শুক্রবার, ২৬ ডিসেম্বরের পরিসংখ্যানে। সামগ্রিক ফলাফলে এবারও স্পষ্ট, দর্শকদের মন জয়ের লড়াইয়ে ধারাবাহিকগুলোর নতুন মোড় আর চরিত্রদের আবেগই সবচেয়ে বড় ভূমিকা রাখছে।
এই সপ্তাহের শীর্ষে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta), সঙ্গে রয়েছে স্টার জলসার ট্রেলার ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak)। উভয়েই পেয়েছে ৭.১ নম্বর। গল্পগুলোর আবেগঘন মোড় আর চরিত্রদের ব্যক্তিত্বের শক্তি দর্শককে টিভির সামনে বেঁধে রাখছে। অনেকেই বলছেন, নিয়মিত টুইস্ট এবং সম্পর্কের দোলাচলই এই দুটি ধারাবাহিককে আকাশছোঁয়া জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)।
ধারাবাহিকটি এবার পেয়েছে ৭ নম্বর। গল্পের আবেগ, টানাপোড়েন আর বাস্তবতার ছোঁয়া মিলিয়ে ধারাবাহিকটি টিআরপির দৌড়ে নিজেকে শক্তভাবে ধরে রেখেছে। ঠিক তার পরেই আলোচনার কেন্দ্রে জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৬.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। নায়িকা পল্লবী শর্মার প্রত্যাবর্তনেই যেন বাজিমাত! সবে শুরু হওয়া এক ধারাবাহিক এত দ্রুত সাফল্য পাবে তা ভাবেননি অনেকেই।
চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya) এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), দুটিই পেয়েছে ৬.৭ নম্বর। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhapi), ৬ নম্বর নিয়ে। পারিবারিক আবহ আর চরিত্রদের দৃঢ় অবস্থান, এই ধারাবাহিকগুলোকেও দর্শক নিয়মিতভাবে পছন্দের তালিকায় রয়েছে। সব মিলিয়ে এই সপ্তাহে বেশি নজর কেড়েছে জি বাংলার ফলাফল।
আরও পড়ুনঃ “সব উত্তর কি ছবিতেই লুকিয়ে থাকে?”—ডিভোর্স গুঞ্জনের মাঝেই বড়দিনের রাতে উদয়-অনামিকার সমাজমাধ্যমের পোস্ট কি অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে? সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তারকা দম্পতি!
নিঃসন্দেহে পল্লবী শর্মা এবং ‘তারে ধরি ধরি মনে করি’র হাত ধরে, আবার জি বাংলা টিআরপি লড়াইয়ে শক্ত অবস্থান ফিরে পাচ্ছে। আধ্যাত্মিক পটভূমিতে নির্মিত এই ধারাবাহিক কি নতুন বছরের প্রথম সপ্তাহেই শীর্ষে উঠে আসতে পারবে? দর্শক এখন সেই উত্তরই খুঁজছেন। পরের সপ্তাহের টিআরপি-ই বলে দেবে যে এই সাফল্য কি সাময়িক, নাকি শুরু হচ্ছে এক নতুন দৌড়? এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for Last Week of December | 26th Nov | Friday | BT •• পরিণীতা, পরশুরাম: আজকের নায়ক 7.1
2nd রাঙামতি তীরন্দাজ 7
3rd তারে ধরি ধরি মনে করি 6.8
4th ও মোর দরদিয়া, প্রফেসর বিদ্যা ব্যানার্জি 6.7
5th লক্ষ্মী ঝাঁপি 6
