জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিদি নম্বর ওয়ানের মঞ্চে বিয়ের কার্ড! রচনাকে নিমন্ত্রণ জানালেন তারকা জুটি! কবে ঠিক হলো অনন্যা-সুকান্তর গাঁটছড়ার দিন?

ছোটপর্দার পরিচিত মুখ, জনপ্রিয় শো আর তারকাদের আড্ডা—এই তিনের মেলবন্ধনেই বছরের পর বছর দর্শকের ঘরের আপন হয়ে উঠেছে দিদি নম্বর ওয়ান। সাম্প্রতিক সময়ে শোয়ের মঞ্চ যেন আরও রঙিন, কারণ সেখানে একের পর এক তারকা মুহূর্তের ঝলক ধরা পড়ছে। কখনও ছবির প্রচার, কখনও আবার ব্যক্তিগত জীবনের সুখবর—সব মিলিয়ে দর্শকের কৌতূহল ধরে রাখছে প্রতিটি পর্বই।

এই আবহেই সম্প্রচারিত হতে চলেছে বিশেষ সানডে ধামাকা পর্ব। গত ২৮ ডিসেম্বর, রবিবারের ওই পর্বে একঝাঁক জনপ্রিয় তারকা জুটির উপস্থিতির খবর সামনে এসেছে। সেই তালিকায় রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অনন্যা গুহ এবং তাঁর হবু স্বামী সুকান্ত কুণ্ডু। তবে এখানেই চমক শেষ নয়। এদিন দিদির মঞ্চে এসে রচনা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিয়ের কার্ড তুলে দেন অনন্যা-সুকান্ত—আর তাতেই শুরু নতুন করে জল্পনা।

আইনিভাবে বিয়ে সেরে ফেললেও, সামাজিক বিয়ের দিন এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। জানা গিয়েছে, আগামী বছর ঘটা করে গাঁটছড়া বাঁধবেন দু’জনে। তারিখ গোপন থাকলেও, বিয়ের প্রস্তুতি যে পুরোদমে চলছে তা স্পষ্ট। দিদি নম্বর ওয়ানের মঞ্চেই সেই ইঙ্গিত মিলেছে, যা দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছে।

এর আগে চলতি বছরের নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় অনন্যা-সুকান্তের কয়েকটি ছবি ঘিরে শুরু হয়েছিল আলোচনা। সুকান্তর আঙুলে আংটি, সঙ্গে ‘আমাকে বিয়ে করবে?’—এই সব মুহূর্তেই ভক্তরা বুঝে নিয়েছিলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। পরে বিদেশি কায়দায় ব্যাচেলরেট সেলিব্রেশন, বন্ধুদের সঙ্গে আনন্দ—সবই নজরে এসেছে অনুরাগীদের।

এই পর্বে শুধু অনন্যা-সুকান্ত নন, হাজির ছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ময়না বন্দ্যোপাধ্যায়, রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস, দেবময় মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রীও। হাসি-ঠাট্টা, খুনসুটি আর নানা খেলায় জমে উঠেছিল গোটা মঞ্চ, আর সেখানেই জানা যায় ২০২৬ সালের মার্চ মাসে তারা সামাজিক বিয়ে করবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page