জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বর্ষশেষের রাতে নাইট ক্লাবের খু’নের ফুটেজ, বিতানের মৃ’ত্যুর দায়ে গ্রেফ’তার ঋষি! সম্পর্কে শুরুতেই হৃদয় ভাঙলো উজির! ‘জোয়ার ভাঁটা’-র নববর্ষ বিশেষ পর্বে কী হতে চলেছে?

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে, একদিকে যেমন জিৎ বসুর কাছে ধরা পড়তে পড়তে বেঁচে ফিরেছে নিশা। অন্যদিকে, শঙ্খ এবং মেসো মিলে, তাদের দুই বোনের ছবি পাঠিয়ে দিয়েছে পুলিশ অফিসারকে। টিআরপিতে যেমন প্রভাব না পড়লেও, ধারাবাহিত্যের প্রতি পর্বে উত্তেজনা থাকছে চূড়ান্ত। দর্শকরাও আগ্রহে থাকছেন, এরপর নিশা কী করবে জানতে!

এইমুহুর্তে যদিও নিশার চোখে শুধু ঋষি নয়, ধীরে ধীরে নিজের বোন উজিও শত্রু হয়ে উঠছে! নিশা বারবার ঋষির চরম ক্ষতি করতে গেলেই, ঋষির স্ত্রী হিসেবে উজি সামনে এসে দাঁড়াচ্ছে। বাবার মৃ’ত্যুর প্রতিশোধ নিতে একসঙ্গে দুই বোন ঋষির বিরুদ্ধে নামলেও, উজির ধীরে ধীরে এমন পাল্টে যাওয়া মেনে নিতে পারছে না নিশা।

যদিও, উজি বহুবার চেষ্টা করেছে দিদিকে সত্যিটা বোঝানোর যে ঋষি নির্দোষ। বরং তাদের বাবার মৃ’ত্যুর পেছনে শঙ্খ ও মেসোর হাত থাকতে পারে। কিন্তু নিশা মানতে নারাজ, উল্টে নিজের বোনকে সন্দেহ করতে থাকে! এমন পরিস্থিতিতে ঋষির সঙ্গে উজির ঘনিষ্ঠতা তাঁকে আরও বেশি রাগিয়ে তুলছে।

সম্প্রতি এই রাগেরই বিস্ফোরণ দেখা গেল, ধারাবাহিকের সদ্য প্রকাশিত নতুন প্রোমোতে! সেখানে দেখা যাচ্ছে, বর্ষ শেষের রাতে সব তিক্ততা ভুলিয়ে, ঋষিকে নিয়ে উজি নাইট ক্লাবে উদযাপন করতে যায়। সেখানেই মৃ’ত বিতানকে সে বারবার দেখতে পায় আর ঘাবড়ে যায়। হঠাৎ , নাইট ক্লাবের স্ক্রিনে ভেসে ওঠে সেই রাতে বিতানের খু’নের ফুটেজ!

উজি সেটা দেখে ভেঙে পড়ে, তাদের দাদার খু’নি ঋষি! কিছুতেই মানতে পারে না উজি আর এদিকে নিশাকে বলতে শোনা যায়, “এইবার তুই চিনবি আসল ঋষিকে!” এরপরেই পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় ঋষিকে খু’নের অভিযোগে। প্রোমো প্রকাশ্যে আসতেই, দর্শকদের উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেছে। নববর্ষ উপলক্ষে, ২রা জানুয়ারি এক ঘন্টার মহাপর্বে দেখা যাবে এরপর কি হবে!

Piya Chanda

                 

You cannot copy content of this page