বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের অভিনয় দক্ষতার জোরেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন। কেউ নায়ক, কেউ নায়িকা, আবার কেউ খল চরিত্রে অভিনয় করে হয়ে ওঠেন চর্চার কেন্দ্রবিন্দু। তবে অভিনয়ের দুনিয়ায় নেগেটিভ চরিত্র মানেই বাড়তি চ্যালেঞ্জ। দর্শকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি চরিত্রের প্রতি ঘৃণাও কুড়োতে হয় সমানতালে। সেই সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলাই একজন শিল্পীর আসল পরীক্ষা।
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল ‘কুসুম’। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি আলাদা করে নজর কেড়েছেন পর্দার দেবলীনা। বাস্তব জীবনে তিনি পামেলা কাঞ্জিলাল। তাঁর অভিনীত চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটেছে। শুধু সৌন্দর্য নয়, চরিত্রের গভীরতা ও অভিব্যক্তির জোরেই তিনি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠেছেন।
অভিনেত্রীর অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়েছিল স্কুল জীবনেই। তখনই তিনি বুঝে যান, অভিনয়ই তাঁর স্বপ্নের পথ। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যান পড়াশোনায়। ২০২১ সালে ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্নাতক হওয়ার পর শুরু হয় অভিনয় জীবনের আসল যাত্রা।
২০২২ সালে টেলিভিশন সিরিজ ‘মিশন দুগ্গা দুগ্গা’-র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন পামেলা। এরপর একের পর এক সাবলীল চরিত্রে তাঁকে দেখা যায়। পাশাপাশি মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের কাজও করতে থাকেন। তাঁর স্বাভাবিক স্ক্রিন প্রেজেন্স প্রযোজকদের নজর কাড়ে। ‘ডিটেকটিভ চারুলতা’তেও অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুনঃ আধ্যাত্মিক পটভূমির ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ শুরু হতেই আলোচনায় ‘গোরা’ চরিত্রে বিশ্বরূপ, প্রশংসায় পঞ্চমুখ দর্শক! পর্দার সংসারী মানুষটির বাস্তবে সম্পূর্ণ আলাদা জীবনযাপন, জানলে অবাক হবেন! আপনাদের কেমন লাগে তাঁর অভিনয়?
তবে দর্শকদের কাছে তাঁর পরিচিতি সবচেয়ে বেশি বেড়েছে ‘কুসুম’ ধারাবাহিকের হাত ধরেই। নেগেটিভ চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের মন জয় করেছেন। বড় পর্দাতেও কাজ করেছেন পামেলা। তাঁর প্রথম ছবি ‘একলা মন’, এরপর ‘আর্চির গ্যালারি’। দর্শকের একাংশের মতে, এই সুন্দরী অভিনেত্রীকে খলনায়িকার পাশাপাশি নায়িকা চরিত্রেও দেখলে হয়তো আরও বেশি ভালো লাগবে।
