জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সমস্ত বিতর্ক পিছনে ফেলে নতুন বছরের শুরুতেই বিরাট খবর! নতুন বছরে ফিরছে টনিক ২, অনুরাগীদের বড় সারপ্রাইজ দিলেন মেগাস্টার

নতুন বছরের প্রথম দিনেই অনুরাগীদের জন্য বড় সারপ্রাইজ দিলেন টলিপাড়ার মেগাস্টার দেব। আনন্দ উৎসব আর উদযাপনের মাঝেই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত নতুন ছবির ঘোষণা। মুক্তি পেল টনিক টু ছবির মোশন পোস্টার, যা দেখেই নস্টালজিয়ায় ভেসেছেন দর্শক। দুই পাশে গাছের পাতার ফাঁক দিয়ে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক রূপকথার আবহ, যার সঙ্গে মিশে রয়েছে আগের ছবির পরিচিত সুর। নতুন গল্প, নতুন যাত্রা আর সেই চেনা অনুভূতির ইঙ্গিত দিয়েই দর্শকের মনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে এই ঘোষণা।

দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত টনিক ছবিটি শুধু বক্স অফিসে নয়, আবেগের দিক থেকেও দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। দেব এবং পরান বন্দ্যোপাধ্যায়ের কাকা ভাইপো সম্পর্ক পর্দায় এমনভাবে ধরা পড়েছিল যে সিনেমা শেষ হওয়ার পরও তা নিয়ে আলোচনা থামেনি। সেই ছবি থেকেই পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী এবং দেবের যুগলবন্দির যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পর আবার সেই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তনের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।

ঘোষণা ভিডিওর ক্যাপশনে দেব লিখেছেন, সকলের পছন্দের জুটি ফিরছে মন ভালো করা অনুভূতি নিয়ে। তবে এখনো জানা যায়নি ছবির শুটিং শুরু বা মুক্তির নির্দিষ্ট তারিখ। পাশাপাশি দেব এবং পরান বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন, সেই বিষয়েও নির্মাতারা আপাতত চুপ। জানা গেছে ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা।

এদিকে বছর শুরুর দিনেই আরও একটি সুখবর ভাগ করে নিয়েছেন দেব। প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবির পোস্টার। দেব জানিয়েছেন এটি তাঁর অভিনীত পঞ্চাশতম ছবি হতে চলেছে, যা মুক্তি পাবে চলতি বছরের চৌদ্দ আগস্ট। এই ছবিতে উঠে আসবে উত্তরবঙ্গের করিমুল হকের বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক কাহিনি, যিনি বাইকে করে অসংখ্য মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন।

বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিটি পরিচালনা করবেন বিনয় এম মুদগিল এবং প্রযোজনায় রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও নন্দী মুভিজ। বছরের প্রথম দিনেই পরপর দুই বড় ঘোষণায় নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই টনিক টু এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা দেখার অপেক্ষায় রয়েছেন, আবার কেউ কেউ জানতে চাইছেন কবে আসবে খাদান টু এর ঘোষণা। নতুন বছর যে দেব ভক্তদের জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Piya Chanda

                 

You cannot copy content of this page