জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

২০২৬-এর শুরুতে সাহেবের বাহুডোরে সুস্মিতা! এই গাঢ় প্রেম থেকে বিয়ের উদযাপন কবে হবে তা নিয়েই এখন কৌতূহল তুঙ্গে নেটপাড়ার

গোপন সম্পর্ক আর থাকল না আড়ালে। সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে তাঁদের সম্পর্ক নিয়ে কখনও সরাসরি মুখ না খুললেও সামাজিক মাধ্যমে তাঁদের উপস্থিতি বারবার ইঙ্গিত দিয়েছে দুজনের ঘনিষ্ঠতার কথা। একসঙ্গে কাটানো মুহূর্ত ছবি আর পোস্টে স্পষ্ট যে তাঁরা একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ধারাবাহিক শেষ হওয়ার পরেও তাঁদের প্রেমের গুঞ্জন এতটুকু কমেনি বরং সময়ের সঙ্গে আরও জোরালো হয়েছে।

মাস কয়েক আগে শোনা গিয়েছিল তাঁদের নাকি পাকা দেখা হয়ে গিয়েছে এবং খুব শিগগিরই আংটি বদল হতে পারে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন সুস্মিতা নিজেই। তবু নতুন বছরের শুরুতে সব জল্পনায় নতুন রং লেগেছে। ২০২৬ সালকে সাহেবের সঙ্গেই স্বাগত জানিয়েছেন সুস্মিতা। শুধু তাই নয় বর্ষবরণের রাতে সাহেবের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সুস্মিতার ফেসবুক পোস্টে ধরা পড়েছে সেই রাতের নানা মুহূর্ত। কালো স্লিভলেস ওয়ানপিসে ঝলমলে সুস্মিতা আর চকোলেট রঙা সোয়েট শার্ট ও ডেনিমে সাহেব ছিলেন নজরকাড়া। সাহেবের বোন মেম এবং ভগ্নীপতি সুনীল ছেত্রীর সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে সুস্মিতাকে। নাচ গান আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়ার মধ্যেই যে পার্টি ছিল প্রাণবন্ত তা স্পষ্ট।

এই ছবির পরেই অনুরাগীদের মন্তব্যে ভরে উঠেছে পোস্ট। কেউ লিখেছেন নতুন বছরের সেরা চমক আবার কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন see বিয়েটা কবে। এর আগেও সাহেবের জন্মদিনে সুস্মিতার লেখা আবেগঘন শুভেচ্ছা বার্তা নজর কেড়েছিল। সেই লেখায় সাহেবকে জীবনের ইতিবাচক শক্তিকেন্দ্র বলে উল্লেখ করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন সম্পর্ক যে শুধুই বন্ধুত্বে আটকে নেই।

অতীতেও দুজনের জীবন ছিল নানা উত্থান পতনে ভরা। সুস্মিতার আগে অনির্বাণ রায়ের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ও বাগদান ভেঙেছে। অন্যদিকে সাহেবের জীবনে সোনিকা চৌহানের অকালমৃত্যু গভীর ছাপ ফেলেছিল। মাঝখানে অন্য গুঞ্জন এলেও আপাতত সব আলো গিয়ে পড়েছে সুস্মিতার দিকেই। বিয়ে কবে হবে তা সময়ই বলবে তবে আপাতত প্রেমটাই টলিপাড়ার নতুন আলোচনার বিষয়।

Piya Chanda

                 

You cannot copy content of this page