জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মুখোশের আড়ালে নিশা, আইনের পথেই হবে শেষ লড়াই প্রতিজ্ঞা জিৎ বসুর! ক্যাসিনোর আলোয় লুকিয়ে থাকা অন্ধকার ধরতে তৈরি সে! ‘জোয়ার ভাঁটা’য় আজ রাতের শেষে বদলে যাবে অনেক হিসেব! নিশার প্রতিশোধ কি জিতবে, নাকি জিতের জেদের কাছে হার মানবে সে?

জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ঋষির মায়ের কথা মতো উজি, দিদি নিশাকে ফোন করে পার্টির জন্য আমন্ত্রণ জানাতে। নিশা প্রথমেই না করে দেয় যে, বাবার খু’নীর পরিবারের সঙ্গে সে কোনও রকমের আনন্দ করতে পারবে না। কিন্তু পার্টির জায়গাটার নাম শুনতেই সে রাজি হয়ে যায়!

এদিকে ঋষি, শঙ্খ আর মেসো মিলে জিৎ বসুর কাছে যায়। তারা পার্টিতে নিরাপত্তার জন্য জিতের কাছে সাহায্য চায়। ঋষি বলে, যেভাবে তাদের পরিবারের উপর কেউ বারবার আক্রমণ করছে, তাতে পার্টিতেও যদি এমন কিছু হয়! জিৎ সবাইকে আশ্বস্ত করে বলে যে, ওইদিন পার্টির ওখানেই পুলিশের পাহারা থাকবে। কারণ, পাশের ক্যাসিনোতে অনেক টাকার লেনদেন হয় আর সেগুলো লুটের পরিকল্পনা থাকে অনেকের।

Jowar Bhanta, Shruti Das, Aratrika Maity, Abhishek Veer Sharma, Uji, Nisha, Rishi, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Jowar Bhata Today Episode, Jowar Bhanta New Episode, জোয়ার ভাঁটা, শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি, অভিষেক বীর শর্মা, উজি, নিশা, ঋষি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, জোয়ার ভাঁটা নতুন পর্ব, জোয়ার ভাঁটা আজকের পর্ব

ঋষি পার্টিতে জিৎ বসুকেও আমন্ত্রণ জানিয়ে বলে যে, ওইদিন যেন কারোর দিকে ব’ন্দুক তাক না করে সে। জিৎ জানায়, এমন কিছুই সে করবে না। তবে ওই অপরাধীকে খুঁজে বের করবেই। জিতের কথায়, সে বড় পোস্টে ট্রান্সফার পেয়েও নেয়নি শুধুমাত্র ঋষির সঙ্গে কে এইসব করছে, তাঁকে খুঁজে বের করবে বলে। ওদিকে বাড়িতে উজি আর খেয়া মিলে পার্টিতে কী পরবে সেটা নিয়ে ব্যস্ত।

খেয়া একটা সুন্দর জমা দেখালে, উজি বলে সে শাড়ি ছাড়া কিচ্ছু পরবে না। অনেক কষ্টে খেয়া উজিকে রাজি করায় সেটা পরতে কিন্তু ঋষির মা বেঁকে বসেন। তিনি জানান যে পার্টিতে যাবেন না। তারপর ঋষি ফিরে আসতে, ঋষি আর উজি মিলে বোঝাতে উনি রাজি হন। শঙ্খ এসে ঋষিকে ডেকে নিয়ে যায়, অফিসের জরুরি কাজের নামে।

এরপর ঋষিকে দিয়ে মেসো আর শঙ্খ কিছু কাগজে সই করায়। ঋষি ভরসা করে সই করে দেয় আর পরে জানা যায় যে নিজেদের কাজের জন্য ঋষির নাম করে কাঁচামাল পেতেই মেসোর এই চক্রান্ত! ওদিকে নিশা আর ভানু ছদ্মবেশে গিয়ে ক্যাসিনোর কিছু কর্মচারীকে অনেক টাকা ঘুষ দিয়ে বলে, পার্টির দিন ভেতরে ঢুকতে দিতে তাদের। এরপর নিশা ঠিক করে, ডাকাতি করে নিজের একটা চিহ্ন রেখে যাবে, ‘আর ফর রিভেঞ্জ’ নামে।

Piya Chanda

                 

You cannot copy content of this page