জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এই ধারাবাহিকের মানুষজন আমায় নিয়ে বিরক্ত, তাঁরা জুতসই কাজ করতে পারছে না…” নিজের সিদ্ধান্ত নিয়ে আত্মসমালোচনায় জিতু! নতুন বছর শুরু হতেই কি সিদ্ধান্ত বদলালেন তিনি?

জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’কে (Chirodini Tumi Je Amar) ঘিরে বিতর্কের পারদ একসময় গল্প ছাপিয়ে, মিশে গিয়েছিল বাস্তবের টানাপোড়েনে! সেই আবহেই জিতু কমলের (Jeetu Kamal) ঘোষণা যে এটাই তাঁর ‘শেষ মেগা সিরিয়াল’ হতে চলেছে, টেলিপাড়ার অন্দর এবং বাইরেও নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছিল। ঘোষণার পর দেখতে দেখতে প্রায় দুই মাস কেটে গেছে, নতুন বছরও শুরু হয়ে গেছে। কিন্তু সময় এগোলেও সেই সিদ্ধান্তকে ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি বরং কৌতূহল আরও বেড়েছে! এবার কি তিনি মত বদলাবেন?

এই কয়েক মাসে জিতুর কাছে জমা পড়েছে অগণিত ভক্তদের অনুরোধ। কেউ চিঠিতে, কেউ সমাজ মাধ্যমে, কেউ আবার প্রকাশ্যে বলেছেন যে, ছোটপর্দায় তাঁকে আবার দেখতে চান তাঁরা। দীর্ঘদিন ধরে যে মুখটা রোজকার অভ্যাসে পরিণত হয়েছে, হঠাৎ তাঁর বিদায়ের কথা মেনে নিতে পারছেন না অনেকেই। নতুন বছর মানেই নতুন শুরুর আশা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সময়ের সঙ্গে সঙ্গে কি জিতুর ভাবনাতেও কোনও বদল এসেছে?

সম্প্রতি এক আলাপচারিতায় সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিনেতা নিজে। সিদ্ধান্ত বদল প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “আমি নিজেই যখন বলেছি, তখন সেটাও সত্যি! এআই করে তো তৈরি হয়নি, নিজেই সজ্ঞানে বলেছি। আমার মনে হয়েছে যে, এই ধারাবাহিকের মানুষজন হয়তো আমায় নিয়ে বিরক্ত হয়েছে বা যারা আমায় নিয়ে কাজ করে, তারা জুতসই কাজ করতে পারছেন না বলে সেই জায়গা থেকে আমার এই সিদ্ধান্ত। আমার দর্শকদের জন্য এটা বলা না।

ওরা আমায় মাথায় করে রাখে। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ থাকব শেষদিন পর্যন্ত। সব চাওয়া কি পূর্ণ হয়! আমরা কি চাই না যে সমাজের অনেক কিছু বদলে যায়? সেগুলো কি বদলেছে? না আমরা বদলাতে পেরেছি?” তাঁর এই কথার মধ্যেই যেন মানসিক অবস্থানটা পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এই সিদ্ধান্ত কোনও হঠকারিতা নয় বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা, কাজের পরিবেশ আর ব্যক্তিগত সীমাবদ্ধতার হিসেব কষেই নেওয়া। অতীতে ধারাবাহিক ঘিরে তৈরি হওয়া নানা অস্বস্তি, সহশিল্পীদের সঙ্গে দূরত্ব।

এছাড়াও প্রোডাকশনের চাপটাও বেশি গুরুত্ব পেয়েছে। দর্শকদের প্রতি ভালোবাসা যে অটুট, তা তিনি বারবার বোঝাতে চেয়েছেন। কিন্তু একই সঙ্গে নিজের জায়গাটাও এবার স্পষ্ট করে দিয়েছেন। তাই নতুন বছর এলেও জিতুর সিদ্ধান্ত আপাতত একই জায়গায় দাঁড়িয়ে। ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেও, নিজের পথচলার সীমারেখা তিনি নিজেই ঠিক করে নিয়েছেন। ছোটপর্দায় তাঁকে আবার দেখা যাবে কি না, সেই প্রশ্ন ভবিষ্যতের জন্য তোলা থাকল।

Piya Chanda

                 

You cannot copy content of this page