জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরপর ছবিতে দেব–ইধিকা হিট জুটি, তবু কি এবার বাদ পড়ছেন নায়িকা? টলি পর্দায় ফিরছে দেব–কোয়েলের নস্টালজিয়া জুটি—কোন সিনেমায় আবার দেখা যাবে তাদের?

নতুন বছরের শুরুটা যেন টলিউড অনুরাগীদের জন্য একেবারে অন্য রকম আবেগ নিয়ে হাজির হয়েছে। সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে, চা–আড্ডায়, এমনকি সিনেমা হলের বাইরেও এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—পুরনো সেই জুটি কি আবার ফিরছে? দেব আর কোয়েলকে একসঙ্গে দেখার নস্টালজিয়া যে এখনও দর্শকের মনে কতটা গভীরভাবে রয়ে গেছে, তার প্রমাণ মিলছে বহুবার। দীর্ঘদিন পর টলিপাড়ার অন্দরমহল থেকে এমন কিছু ইঙ্গিত আসছে, যা শুনে উত্তেজনা চাপা রাখা মুশকিল।

এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে দেবের সাম্প্রতিক এক ঘোষণা। অনেকদিন ধরেই ‘খাদান’ ছবির সিক্যুয়েল নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কখনও শোনা গিয়েছে প্রজেক্ট বন্ধ, কখনও আবার শোনা গিয়েছে কাজ এগোচ্ছে নিঃশব্দে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেব নিজেই জানিয়েছেন—‘খাদান ২’ আসছে। শুধু তাই নয়, ছবিটি মুক্তি পাওয়ার সময় হিসেবেও স্পষ্ট করে দেওয়া হয়েছে ২০২৬ সাল। অর্থাৎ নতুন বছরে দাঁড়িয়েই দর্শকের হাতে উঠে এল এক বড় চমকের খবর।

তবে এই ঘোষণার পথটা খুব একটা মসৃণ ছিল না। কিছুদিন আগেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল দেব এবং প্রযোজক নিসপাল রান-এর মধ্যে মতবিরোধের কথা। বাজেট, পরিকল্পনা, এমনকি ছবির ভবিষ্যৎ নিয়েও নাকি তৈরি হয়েছিল টানাপোড়েন। অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো ‘খাদান ২’ আর আলোর মুখ দেখবে না। কিন্তু বাস্তবে সেই সমস্ত কথাই যে শুধুই গুজব, তা এবার পরিষ্কার। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস—দুই প্রযোজনা সংস্থাই একসঙ্গে এই ছবির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

এরই মধ্যে আরেকটি খবর নতুন করে আলোচনায় আগুন ঢেলেছে। দর্শকের দীর্ঘদিনের চাওয়া, দেবের বিপরীতে আবার কি ফিরবেন কোয়েল মল্লিক? যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি, তবে টলিপাড়ার অন্দরের খবর বলছে—দর্শকের চাহিদা মাথায় রেখেই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। দেব–কোয়েলের পর্দার রসায়ন যে একসময় বক্স অফিসে ঝড় তুলেছিল, তা আজও অস্বীকার করার জায়গা নেই।

সব মিলিয়ে, এখনও শুটিং শুরুর তারিখ বা নির্দিষ্ট মুক্তির দিন জানা যায়নি ঠিকই, কিন্তু ‘খাদান ২’ ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। পুরনো নস্টালজিয়া, নতুন গল্প আর বড় পর্দার ম্যাজিক—সব একসঙ্গে ফিরলে ২০২৬ যে টলিউডের জন্য বিশেষ হতে চলেছে, তা বলাই যায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই সব জল্পনা বাস্তবের রঙ পায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page