জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন ছবিতে নিজেদের সমস্ত অভিনীত চরিত্রদের ছাপিয়ে যাবেন দেব-শুভশ্রী! ‘দেশু’ নিয়ে আর একটাও প্রশ্ন নয়! কড়া অবস্থান দেবের

এক দশকেরও বেশি সময় পর বড়পর্দায় আবার ফিরতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দেশু জুটি। ২০০৯ থেকে ২০১৩ কিংবা ১৪ সাল পর্যন্ত টানা পাঁচটি ছবিতে একসঙ্গে কাজ করে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তাঁরা। সেই সময় এই জুটির প্রতিটি ছবি মানেই ছিল বক্স অফিসে সাফল্য আর অনুরাগীদের উন্মাদনা। যদিও পরবর্তীকালে ব্যক্তিগত জীবনে দুজনের পথ আলাদা হওয়ায় দীর্ঘ সময় তাঁদের একসঙ্গে আর দেখা যায়নি। তবে ধূমকেতু মুক্তির পর সেই পুরনো আবেগ আবার নতুন করে ফিরে আসে দর্শকের মনে।

ধূমকেতু ছবিটি ২০১৫ সালে শুটিং হলেও নানা জটিলতায় দীর্ঘ দশ বছর মুক্তি পায়নি। অবশেষে ২০২৫ সালে প্রেক্ষাগৃহে আসার পর যে উন্মাদনা তৈরি হয়, তা নির্মাতাদেরও চমকে দেয়। বক্স অফিসে ছবির সাফল্যের পরই স্পষ্ট হয়ে যায়, দেব শুভশ্রী জুটির প্রতি দর্শকের আগ্রহ এখনও অটুট। তারই রেশ ধরে ২০২৬ সালে আবার নতুনভাবে ফিরছে এই জুটি। প্রজাপতি ২ ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে দেশু প্রসঙ্গে নিজের উচ্ছ্বাসের কথা অকপটে জানান দেব।

দেব বলেন, দেশু নিয়ে দর্শকের যে উত্তেজনা তিনি দেখছেন, তাতে তাঁদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে প্রযোজনা সংস্থা হিসেবে দেব এন্টারটেইনমেন্ট পুরো বিষয়টির দায়িত্ব নেওয়ায় তাঁর উপর চাপও বেশি। দেবের কথায়, এতদিন দর্শক যেভাবে দেব শুভশ্রীকে দেখেছে, সেই ছয়টি ছবিকে ছাপিয়ে যাওয়ার মতো করেই সপ্তম ছবির পরিকল্পনা করা হচ্ছে। গল্প লেখা হচ্ছে সব দিক মাথায় রেখেই। কী ধরনের ছবি হবে, সে বিষয়ে পরে প্রযোজনা সংস্থা প্রেস কনফারেন্স করে জানাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে এদিন শুধু উচ্ছ্বাস নয়, দেশু জুটি নিয়ে এক গুরুত্বপূর্ণ বিষয়ে কড়া বার্তাও দেন দেব। তাঁর মতে, এই জুটি নিয়ে অন্য কোনও অভিনেতা পরিচালক বা প্রযোজককে প্রশ্ন করা নীতিগতভাবে ঠিক নয় এবং তা অপমানজনক। দেব স্পষ্ট বলেন, দেশু নাম দেখলেই মানুষ ক্লিক করছে, এটা ভাল দিক। কিন্তু সেই আগ্রহের কারণে অন্যদের বিব্রত করা তিনি একেবারেই চান না। আজকের পর থেকে দেশু নিয়ে কাউকে প্রশ্ন না করার অনুরোধ করেন তিনি।

নতুন ছবির পরিচালক কে হবেন, সেই প্রশ্নেও আপাতত রহস্যই বজায় রয়েছে। একসময় এই জুটিকে বড়পর্দায় লঞ্চ করেছিলেন রাজ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই তাঁর নাম উঠে আসছে বারবার। যদিও দেব জানান, রাজ একজন দক্ষ কমার্শিয়াল পরিচালক হলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। ভাবনাচিন্তা চলছে এবং আশা করা হচ্ছে মাসখানেকের মধ্যেই সব ঘোষণা করা হবে। তারপর দেশু জুটি নিজেরাই নিজেদের কথা বলবে। আপাতত দর্শকের অপেক্ষা পুজো পর্যন্ত, যখন আবার বড়পর্দায় ফিরবে সেই চেনা ম্যাজিক।

Piya Chanda

                 

You cannot copy content of this page