প্রায় এক যুগ পরে আবার একসঙ্গে পর্দায় ফিরছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে রাজ চক্রবর্তীর হাত ধরেই ফিরতে পারে এই জনপ্রিয় জুটি। তাঁদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে। এবার সামনে এল নতুন ছবির পোস্টার, যেখানে ছবির নাম লক্ষ্মী এল ঘরে। তবে পোস্টারে পরিচালকের নাম না থাকায় দর্শকদের কৌতূহল আরও বেড়েছে যে আদৌ রাজ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন কি না।
টলিউড অনলাইন শেয়ার করা পোস্টারে গ্রামের আবহ স্পষ্ট। শুভশ্রীকে দেখা গিয়েছে একেবারে সাধারণ রূপে। বুটি দেওয়া শাড়ি, গায়ে সোয়েটার, কানে ছোট দুল, পায়ে হাওয়াই চটি আর কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ তাঁকে যেন একেবারে মাটির কাছাকাছি চরিত্রে তুলে ধরেছে। মুখে মেকআপের ছাপ নেই বললেই চলে, চুল খোঁপা করে বাঁধা। অন্যদিকে অঙ্কুশের পরনে ফুলহাতা চেক শার্ট, হাফ হাতা সোয়েটার ও নীল জিন্স, পিঠে ব্যাগ। দুজনের মুখেই চিন্তার ছায়া ফুটে উঠেছে।
পোস্টারের উপরে বড় করে লেখা রয়েছে লক্ষ্মী এল ঘরে এবং লেখার দুই পাশে দেবী লক্ষ্মীর পদচিহ্ন আঁকা। এর আগে শোনা গিয়েছিল রাজের একটি নতুন ছবিতে বাংলার বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রভাব তুলে ধরা হবে। তবে এই ছবির ক্ষেত্রে সেই বিষয়বস্তু নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। যদি সত্যিই রাজ পরিচালনা করেন, তাহলে শুধু শুভশ্রী অঙ্কুশ জুটি নয়, রাজ অঙ্কুশ জুটির প্রত্যাবর্তনও ঘটবে বলে মনে করছেন অনেকে।
কারণ এর আগেও রাজের পরিচালনায় কানামাছি এবং বলো দুর্গা মাঈকীর মতো ছবিতে অঙ্কুশ দর্শকদের মন জয় করেছিলেন। সেই ছবিগুলি বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছিল। তাই এই নতুন ছবিকে ঘিরে প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি। গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি গল্প ও বাস্তবধর্মী চরিত্রায়ন দর্শকদের কতটা টানতে পারে, সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ “পড়ার নাম শুনলেই জ্বর আসতো, পরীক্ষা এলেই অসুস্থ!” শৈশবের ডানপিটে ছেলেটা একদিন নিশ্চিত চাকরি ছেড়ে, নিয়েই ফেলল অভিনয়ের ঝুঁকি! একের পর এক ধারাবাহিকে বাজিমাত ‘সুদেব’ ওরফে মৈনাক ঢোলের! শুধুই কি স্বপ্নের টান, নাকি আড়ালে আছে অন্যকিছু?
বর্তমানে দুজনেরই ছবি প্রেক্ষাগৃহে চলছে। ৭ জানুয়ারি মুক্তি পেয়েছে অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল, যেখানে তাঁর বিপরীতে ছিলেন ঐন্দ্রিলা সেন। ছবিটি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে বড়দিনে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছে শুভশ্রীর লহ গৌরাঙ্গের নাম রে। পাশাপাশি ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর নতুন ছবি হোক কলরব। সব মিলিয়ে টলিপাড়ায় এখন শুভশ্রী অঙ্কুশকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
