জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লাল পাড় সাদা শাড়িতে ছোট্ট সরস্বতীর হাতেখড়ি! বীণাপাণির বন্দনায় ইয়ালিনির আদুরে মুহূর্তে সেজে উঠলো রাজ-শুভশ্রীর সংসার!

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির কন্যা ইয়ালিনির জীবনে এল এক বিশেষ দিন। বয়স মাত্র আড়াই বছর হলেও সরস্বতী পুজোর পবিত্র মুহূর্তে চকে ও স্লেটে হাতেখড়ি হল ছোট্ট রাজ কন্যার। আগেই শুভশ্রী জানিয়েছিলেন, এই পুজোতেই মেয়ের পড়াশোনার সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় হবে। অবশেষে সেই প্রতীক্ষার দিন এল।

এই বিশেষ মুহূর্তের ছবি নিজ নিজ সমাজমাধ্যমে ভাগ করেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। লাল পাড় সাদা শাড়ি, গলায় সোনার হার আর পায়ে আলতা পরে একেবারে ছোট্ট সরস্বতীর মতো সাজে ধরা দিল ইয়ালিনি। হাতেখড়ির সময় কখনও মায়ের কোলে, কখনও আবার বাবা রাজের ক্যামেরায় ধরা পড়েছে তার মিষ্টি হাসি।

একগুচ্ছ ছবিতে ধরা পড়েছে পরিবারের নানা আবেগঘন মুহূর্ত। কোথাও শুভশ্রী কোলে নিয়ে বসে আছেন দুই সন্তানকে, কোথাও আবার ভাইবোনের আদুরে মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাজ। ছোট্ট ইয়ালিনির পায়ে আলতার ছবি আলাদা করে নজর কাড়ে অনুরাগীদের।

এই ছবি সামনে আসতেই নেটমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনেকেই ইয়ালিনির আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, এত ছোট বয়সেই পড়াশোনার পথে প্রথম পা রাখল রাজ শুভশ্রীর মেয়ে, যা দেখেই মন ভরে যাচ্ছে।

প্রসঙ্গত, বড় ছেলে ইউভানের বয়স চার হওয়ার সময়ই দ্বিতীয় সন্তানের সুখবর দিয়েছিলেন রাজ ও শুভশ্রী। এখন নিয়মিত প্লে স্কুলে যায় ইয়ালিনি। মেয়ের ছোট ছোট বড় হয়ে ওঠার মুহূর্ত নিয়ম করে সমাজমাধ্যমে ভাগ করে নেন শুভশ্রী। সরস্বতী পুজোয় মেয়ের হাতেখড়ির স্মৃতি তুলে ধরতেও ভুললেন না তিনি।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page