প্রায় দু’বছর আগে দেবের ছবি প্রজাপতি ২ নিয়ে শুরু হয়েছিল জোর আলোচনা। সেই সময় ছবির নায়িকা হিসেবে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণের নাম প্রায় চূড়ান্ত ছিল। প্রযোজক অতনু রায়চৌধুরীও সেই ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তারপরেই বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ওপার বাংলার অশান্তির জেরে দুই বাংলার যাতায়াত ও সাংস্কৃতিক আদানপ্রদান কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ফলে রাজি থাকলেও প্রজাপতি ২-এর শুটিংয়ের জন্য এপারে আসতে পারেননি ফারিণ। সেই সময় ছবির জন্য দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে আসে ছোটপর্দার জনপ্রিয় মুখ জগদ্ধাত্রী খ্যাত অঙ্কিতা মল্লিকের নাম।
শোনা যায়, ধারাবাহিকের প্রযোজক পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও নাকি অঙ্কিতাকে সিনেমায় কাজের অনুমতি দিয়েছিলেন। কিন্তু দর্শকের চাহিদায় জগদ্ধাত্রী ধারাবাহিক শেষ করা সম্ভব হয়নি। সেই কারণেই প্রজাপতি ২-এ সুযোগ এসেও হাতছাড়া হয় অঙ্কিতার।
এবার নতুন করে আশার আলো দেখছেন অঙ্কিতার অনুরাগীরা। খবর, চলতি বছরের শীতে দেবের টনিক ২ ছবিতে তাঁর দেখা মিলতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজক অতনু রায়চৌধুরী, পরিচালক অভিজিৎ সেন কিংবা অঙ্কিতা কেউই মুখ খোলেননি। এর আগে অ্যাম্বুল্যান্স দাদা ছবিতে অঙ্কিতার কাজের গুঞ্জন শোনা গেলেও তা বাস্তব হয়নি।
আরও পড়ুনঃ ভুল বোঝাবুঝির ছায়া আবারও শাক্য ঝিলের দাম্পত্যে, ভাঙবে কি নতুন করে সম্পর্ক?
উল্লেখ্য, দেব ও অভিজিৎ সেনের প্রথম ছবি টনিক ছিল নায়িকাবর্জিত এবং দর্শকের দারুণ ভালোবাসা পেয়েছিল। জানা যাচ্ছে, টনিক ২-এও পরান বন্দ্যোপাধ্যায় থাকবেন, তবে এবার ছবিতে নায়িকা থাকছেন। সেই জায়গাতেই অঙ্কিতার নাম ঘুরপাক খাচ্ছে। শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর মাসে। প্রশ্ন একটাই, প্রজাপতিতে সুযোগ না পেলেও টনিক ২ কি অঙ্কিতার বড়পর্দার স্বপ্ন পূরণ করবে?
