জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্লেব্যাক জীবনের অবসরের পর নতুন অধ্যায়! অরিজিৎ সিংয়ের প্রথম পরিচালিত ছবিতে নায়ক হলেন তাঁরই ছেলে! বাবা কি তবে গান গাইবে না ছেলের ছবিতেও?

মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমের দাবি ঘিরে এই মুহূর্তে তুমুল চর্চা বিনোদুনিয়ায়। শোনা যাচ্ছে, অরিজিৎ সিংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে চলেছেন তাঁরই ছেলে। শুধু তাই নয়, তাঁর বিপরীতে দেখা যেতে পারে নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরাকে। এই খবর প্রকাশ্যে আসতেই কৌতূহল যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারণ গুগলের তথ্য অনুযায়ী অরিজিতের বড় ছেলের বয়স ইতিমধ্যেই সতেরোর বেশি। অর্থাৎ জন্ম ২০০৮ সালের কাছাকাছি সময়ে। অথচ অরিজিৎ ও কোয়েলের বিয়ে হয় ২০১৪ সালে। ফলে সময়রেখা মিলিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।

অনেকেই মনে করছেন, যদি এই ছবিতে কিশোর কিশোরীর গল্প তুলে ধরা হয়, তাহলে বয়সের হিসেব আলাদা অর্থ পেতে পারে। আপাতত যা জানা যাচ্ছে, ছবিটির মূল প্রেক্ষাপট হবে জঙ্গলের অ্যাডভেঞ্চার। প্রকৃতি আর অভিযানের আবহেই এগোবে গল্প। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজে। তাঁর পাশাপাশি দেখা যাবে দিব্যেন্দু ভট্টাচার্যকেও। সব মিলিয়ে অভিনয়শিল্পীর তালিকা যথেষ্ট আকর্ষণীয়। যদিও ছবির কাহিনি বা চরিত্রদের বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে।

এই ছবির আরেকটি উল্লেখযোগ্য দিক হল চিত্রনাট্য। জানা যাচ্ছে, অরিজিৎ সিংয়ের এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন তাঁর স্ত্রী কোয়েল সিং। অর্থাৎ এটি একেবারেই পারিবারিক আবেগ আর সৃজনশীলতার মেলবন্ধনে তৈরি হতে চলেছে। ছবিটির প্রযোজনায় রয়েছেন অরিজিৎ সিং, কোয়েল সিং এবং মহাবীর জৈন। পরিকল্পনা অনুযায়ী, গোটা ভারত জুড়েই মুক্তি পাবে এই ছবি। তার আগে একাধিক আন্তর্জাতিক এবং জাতীয় ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হতে পারে বলেও খবর। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এখানে মনে করিয়ে দেওয়া ভালো, এর আগেও পরিচালকের আসনে বসেছিলেন অরিজিৎ। ২০১৮ সালে তিনি একটি বাংলা ছবি পরিচালনা করেন, যার নাম ছিল সা। সেই ছবিতে একটি ছোট ছেলের সঙ্গীতযাত্রার গল্প তুলে ধরা হয়েছিল। সেই অভিজ্ঞতার পর ফের নতুন করে ছবি বানানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে তাঁর শিল্পীসত্তার আরেকটি দিককে সামনে আনছে। প্লেব্যাক দুনিয়া থেকে সরে এসে সিনেমার ভাষায় নিজের কথা বলতেই হয়তো এই নতুন পদক্ষেপ।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সমাজমাধ্যমে এক বিবৃতিতে অরিজিৎ সিং ঘোষণা করেন তিনি আর নতুন কোনও প্লেব্যাক প্রজেক্ট নেবেন না। তিনি লেখেন যে এই দীর্ঘ সফর ছিল দুর্দান্ত এবং শ্রোতাদের ভালবাসার জন্য তিনি কৃতজ্ঞ। পরে নিজেই জানান, এই সিদ্ধান্তের পিছনে একাধিক কারণ রয়েছে। তিনি বোর হয়ে গিয়েছিলেন এবং চাইছিলেন নতুন প্রতিভারা সুযোগ পাক। বহুদিন ধরেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সেই সাহস জোগাড় করতে পেরেছেন বলেই জানান অরিজিৎ।

Piya Chanda

                 

You cannot copy content of this page