শুক্রবার রাতে কলকাতার পার্ক স্ট্রিটের এক জনপ্রিয় পাবে বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন টলিপাড়ার পরিচিত অভিনেতা ও সেলেব ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। আরাম করে আড্ডা ও খাওয়াদাওয়ার মাঝেই হঠাৎ ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা, যা মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। সায়কের অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার করা হলেও তাঁদের টেবিলে পরিবেশন করা হয় গরুর মাংস, যা নিয়ে শুরু হয় তুমুল বচসা।
খিদের চোটে প্রথমে বিশেষ কিছু বুঝতে না পেরেই খাবার মুখে তুলেছিলেন তাঁরা। কিন্তু কয়েক কামড় দিতেই অস্বস্তিতে চমকে ওঠেন সায়ক ও তাঁর বন্ধুরা। স্বাদে ও গঠনে অমিল বুঝে সঙ্গে সঙ্গেই সন্দেহ হয়। তখনই ওয়েটারকে ডেকে বিষয়টি জানতে চান অভিনেতা। সেই মুহূর্ত থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। রেস্তরাঁর ভেতরেই প্রশ্নোত্তর আর অভিযোগ পালটা অভিযোগে উত্তেজনা ছড়ায়।
এই ঘটনার পুরো বিষয়টি সায়ক চক্রবর্তী ঘটনাস্থল থেকেই ফেসবুক লাইভে তুলে ধরেন। সেই ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। লাইভে দেখা যায়, সায়ক নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে জানান, তাঁকে না জানিয়ে কীভাবে গরুর মাংস পরিবেশন করা হল। তিনি এই ঘটনাকে নিজের ধর্মীয় বিশ্বাসে আঘাত বলে উল্লেখ করেন। কথোপকথনের মধ্যেই তিনি ওয়েটারের কাছ থেকে তাঁর ধর্ম সম্পর্কেও জানতে চান।
ভিডিওতে শোনা যায়, ওয়েটার নিজেকে মুসলিম বলে জানান। এরপরই সায়ক পালটা প্রশ্ন তোলেন, তাঁকে না জানিয়ে শুয়োরের মাংস পরিবেশন করা হলে তিনি কি তা গ্রহণ করতেন। এই তুলনাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বচসার মাঝেই ওয়েটার নিজের ভুল স্বীকার করে নেন এবং জানান, অর্ডার শোনার ক্ষেত্রে তাঁর ভুল হয়েছে। তবে ততক্ষণে পাবের ভেতরে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুনঃ “প্রেম মানে সারাজীবন একজনের সঙ্গে থাকা নয়, দুই তিনজনের সঙ্গে করাই যায়…কেউ বুঝতে পারবে না কার সঙ্গে করছি!” বয়স ৪২ পার, এখনও রঙিন স্বস্তিকা মুখোপাধ্যায়! নিজ শর্তে অভিনেত্রী বদলেছেন সম্পর্কের সংজ্ঞা?
পরবর্তীতে সায়ক পাবের অন্যান্য কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানান। যদিও সংশ্লিষ্ট কর্মীর দাবি, তিনি ভুল বুঝেছিলেন মাত্র। তবুও এমন সংবেদনশীল বিষয়ে সামান্য ভুল যে কতটা বড় বিতর্কের জন্ম দিতে পারে, সেই ঘটনাই আবার সামনে এল পার্ক স্ট্রিটের সেই রাতের ঘটনায়। এই মুহূর্তে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে জোর চর্চা।
