জি বাংলার এক সময়ের দাপুটে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) এখন যেন নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্নের মুখে। যে গল্প একসময় দর্শককে পর্দার সামনে আটকে রাখতে পারত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার জনপ্রিয়তা ক্রমেই নিম্নমুখী। টিআরপি তালিকায় শীর্ষ পাঁচ তো দূরের কথা, নাম থাকছে কেবল প্রথম দশে! অথচ শুরুতে এই ধারাবাহিকই ছিল অন্যদের ভয়ের কারণ। এই হঠাৎ ছন্দপতন যে শুধুই সংখ্যার খেলায় আটকে নেই, তা গল্পের গতিপথ দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে।
শুরুর দিকে অসমবয়সী প্রেমের আড়ালে যে রহস্যের বীজ বোনা হয়েছিল, সেটাই দর্শকদের টেনেছিল। অপর্ণা এবং আর্যের সম্পর্কের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল পূর্বজন্মের যোগ, রাজনন্দিনীর রহস্যময় মৃ’ত্যু আর অপর্ণার স্মৃতিতে ভেসে ওঠা অচেনা অতীত! এই প্রশ্নগুলো ধারাবাহিককে অন্য মাত্রা দিয়েছিল। দর্শক অপেক্ষা করছিলেন যে কবে অপর্ণা নিজের পরিচয় বুঝবে, কবে সামনে আসবে মৃ’ত্যুর আসল সত্য। কিন্তু সময় যত এগিয়েছে, সেই জট যেন আরও জটিল হয়ে উঠেছে!
এর মধ্যেই বাস্তব জীবনের কিছু টানাপোড়েন গল্পের গতিকে প্রভাবিত করে। মুখ্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীর দ্বন্দ্ব, অভিনেত্রী পরিবর্তন মিলিয়ে ধারাবাহিকের ছন্দ নড়বড়ে হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। নতুন অপর্ণার আগমন, আর্য-অপর্ণার বিয়ে, এসব বড় টার্নিং পয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে গল্প হঠাৎ এমন এক জায়গায় দাঁড়ায়, যেখানে পূর্বজন্মের স্মৃতির বদলে সামনে এসে হাজির হয় রাজনন্দিনীর আত্মা! এতে রহস্য বাড়ার বদলে দর্শকের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানেই, যদি অপর্ণাই রাজনন্দিনীর পুনর্জন্ম হয়, তাহলে রাজনন্দিনীর উপস্থিতি আলাদা করে কেন? কেন সে বারবার আর্য ও অপর্ণার মধ্যে দূরত্ব তৈরি করছে? এই দ্বন্দ্বের কোনও পরিষ্কার ব্যাখ্যা না থাকায় দর্শকরা ঠিক বুঝে উঠতে পারছেন না গল্পের দিকনির্দেশনা। তাছাড়াও নিত্যদিন নতুন খলনায়ক এবং নায়িকার প্রবেশ ঘটছে ধারাবাহিকে। ফলত, আগ্রহের জায়গায় তৈরি হয়েছে একরাশ প্রশ্নচিহ্ন, যা ধারাবাহিকের প্রতি টান কমিয়ে দিচ্ছে।
আরও পড়ুনঃ “প্রেম মানে সারাজীবন একজনের সঙ্গে থাকা নয়, দুই তিনজনের সঙ্গে করাই যায়…কেউ বুঝতে পারবে না কার সঙ্গে করছি!” বয়স ৪২ পার, এখনও রঙিন স্বস্তিকা মুখোপাধ্যায়! নিজ শর্তে অভিনেত্রী বদলেছেন সম্পর্কের সংজ্ঞা?
এরই মাঝে অন্দরমহলের খবর আরও উদ্বেগ বাড়াচ্ছে। শোনা যাচ্ছে, চ্যানেল ও প্রযোজনা সংস্থা এসভিএফ-এর মধ্যে মতবিরোধ শুরু হয়েছে এবং ধারাবাহিকটি আর দীর্ঘদিন চালানোর ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে না কর্তৃপক্ষ! গল্পের বর্তমান অবস্থান দেখেও অনেকেই ধরে নিচ্ছেন, শেষের পথেই হাঁটছে ‘চিরদিনই তুমি যে আমার’। যদিও চলতি সপ্তাহে টিআরপিতে সামান্য উন্নতি চোখে পড়েছে, তবু ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এক সময়ের জনপ্রিয় ধারাবাহিকের এই পরিণতি যে দর্শকদের ভাবাচ্ছে, তা বলাই বাহুল্য!
