জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Leena-Aparajita: নাচের ভিডিও করে খড়দহের ইউটিউবার তরুণীরা এলাকায় পেল গরম রডের ছ্যাঁকা! শিউরে উঠল টলিউড, মুখ খুললেন মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গাঙ্গুলী, অপরাজিতা আঢ্যের মতো তারকারা

খড়দহতে দুই তরুণীর সঙ্গে যা হয়েছে তাতে চমকে উঠেছে গোটা বাংলা। ইউটিউবে নাচের ভিডিও আপলোড করেছিলেন দুজনে। তাতে শালীনতার প্রশ্ন তুলে দুই মহিলা শিল্পীকে বেধড়ক মারের অভিযোগ। এমনকি দেওয়া হয়েছে গরম রডের ছ্যাঁকা। পাশাপাশি জুটেছে প্রাণে মেরে ফেলার অভিযোগ। এবার ঘটনা নিয়ে স্বরূপ মহিলা কমিশনের চেয়ারপারসন এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মুখ খুলেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং অভিনেতা ভরত কল।

একটি হিন্দি আইটেম গানে নাচের ভিডিও আপলোড করেছিলেন সোদপুরের অমরাবতী এলাকার দুই বাসিন্দা। ১২ সেপ্টেম্বর বাড়ি থেকে বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন দুজনে সেই সময় হঠাৎ করে বাইকে এসে গরম রডের ছ্যাঁকা দিয়ে দিলো কয়েকজন। সেই সঙ্গে মারধর করা হয় বলে অভিযোগ। রহড়া থানায় অভিযোগ জানিয়েছেন দুই নিগৃহীতা। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় আতঙ্কে ভুগছেন দুই তরুণী।

এক সংবাদ মাধ্যমকে লীনা জানিয়েছেন নীতিপুলিশ হয়ে উঠেছে নেট দুনিয়া। মাঝে মাঝে ফলাফল হচ্ছে বিপদজনক। এমন ঘটনাও আছে যার ফলে অনেকে আত্মহত্যা করতে গেছে। সাইবার ক্রাইম সংক্রান্ত যে আইন আছে কমিশন থেকে সেটা দেখছেন তাঁরা। বিভাস চক্রবর্তী সঙ্গে আলোচনা হয়েছে। গণতন্ত্রের নামে কারোর মৃত্যুর কারণ হয়ে ওঠার তীব্র প্রতিবাদ জানালেন তিনি।

গোটা ঘটনায় বিরক্ত অপরাজিতা। যারা এ ধরনের কাজ করেছে তাদের সঙ্গেও এমনটা হওয়া উচিত বলে দাবি করলেন তিনি। গাছের সঙ্গে বেঁধে তাদের শরীরেও গরম রডের ছ্যাঁকা দেওয়া উচিত তাঁর মতে। তাহলে হয়তো শিক্ষা পেত তারা।

1663575809 123 12

একই সুরে প্রতিবাদ করেছেন ভরত। তিরস্কার করা উচিত এই মানুষদের। তাদের যখন এতটাই পছন্দ তাহলে ভিডিও দেখাই উচিত হয়নি। তেমন খারাপ কিছু থাকলে আইনি ব্যবস্থা নিতে পারত। তবে এমন পরিণতি মেনে নেওয়া যাচ্ছে না।

Nira