জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মহিলা কমিশনের সদস্য হয়ে রাজ্য নিয়ে চিন্তা নেই!’খালি স্বল্প পোশাকে বরের গায়ে পড়ে রিল বানালে হবে?’, অপরাজিতা আঢ্যর উপর ক্ষিপ্ত নেটিজেনরা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছোটপর্দা কি হোক কি বড়পর্দা, দুই ক্ষেত্রেই সমানভাবে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন তিনি।প্রাণ খোলা এই মুখে সর্বক্ষণ লেগে থাকা চওড়া হাসি দেখতে অভ্যস্ত বাঙালি দর্শকরা। কথা বলা, হাব ভাব সব মিলিয়ে যখন যে কাজে হাত দেন সেই কাজেই যেন সোনা ফলে যায়।

মাঝে দীর্ঘ চার বছরের বিরতি শেষে সম্প্রতি জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ মাতিয়ে রেখেছেন অপরাজিতা। অভিনেত্রীকে সর্বদায় নিজের সর্বস্ব দিয়ে অভিনয় করতে দেখা যায়। তাই পরিচালক থেকে প্রযোজকরা সকলেই চোখ বুজে ভরসা করেন এই নায়িকার উপর।

তবে বর্তমানে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন অভিনেত্রী। নাচে,গানে আড্ডায় মাতিয়ে রাখেন নেট দুনিয়া। এবার সেই নেট দুনিয়ায় নিয়ে একটি বিশেষ ভিডিও শেয়ার করে কটাক্ষের শিকার হলেন তিনি।আসলে বহুদিন পর স্বামী অতনু হাজরা সঙ্গে একটি রিল শেয়ার করেছেন তিনি। দুজনের দাম্পত্য কেমিস্ট্রি ধরা পড়েছে সেই ভিডিওতে। প্রথমবার একটি মজার রিল ভিডিয়ো বানিয়ে সেটি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। গোলাপি গোলাপি স্লিভলেস ড্রেস পরেছেন নায়িকা।

ভিডিও দেখে অনেকেই ভালোবাসা দিয়েছেন তবে পাশাপাশি একজন আবার কটাক্ষ করে মন্তব্য করে বসেছেন যে রিল বানানোর পাশাপাশি এবার বাংলার নারীদের উপর হওয়া অত্যাচারের দিকে নজর দিন। আদলে নায়িকা মহিলা কমিশনের সদস্য। তাই সেই দিকে আঙ্গুল করেই প্রশ্ন এসেছে ‘পদ নেবেন আর কাজ করবেন না?’।

Piya Chanda

                 

You cannot copy content of this page