জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিদেশে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবে মন্টু পাইলট! পাত্রীও ঠিক, ছাদনাতলায় কবে বসছেন সৌরভ দাস?

আজকাল ট্রেন্ডে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিং। অভিনেতা সৌরভ দাসের শখ জেগেছে সমুদ্রের ধারে বিয়ে করতে বসবেন তিনি। বিয়ের প্রাথমিক প্লানিং সব শেষ। পাত্রীও খুঁজে পেয়েছেন। কে সেই পাত্রী? তিনিও কি ইন্ডাস্ট্রির মানুষ?

এ প্রসঙ্গে সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করে একটি সংবাদমাধ্যম। রণবীর আলিয়া ভাটের h yer প্রসঙ্গ উত্থাপনের পরেই আসে মন্টু পাইলটের নিজের বিয়ের কথা।

বলিপাড়ার বিয়ের মাতামাতি খুব ভালো লাগে। তাঁর ইচ্ছে তিনি এভাবে জাঁকজমকভাবে বিয়ে করবেন। পরিবার, আত্মীয়স্বজনের জন্য কলকাতায় পার্টি দেবেন। তবে বিয়েটা হবে বিদেশে। তাও আবার সমুদ্রের ধারে।

গোটা ছাদনাতলা সাজানো হবে সাদা কাপড়ে। অবাঙ্গালিদের মতো ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসবেন তিনি আসরে। হিন্দু রীতি নীতি মেনে যজ্ঞ করে বিয়ে হবে। দুজন বেশ হেসে হেসে সাত পাক ঘুরবেন। পাত্রী নিজেই ঠিক করে ফেলেছেন তিনি। কে সেই হবু স্ত্রী? নাম কী? উত্তর মেলেনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page