জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘মিঠাই রানী আই অ্যাম ব্যাক’, মিঠাই কে চমকে দিয়ে তার জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকল সিদ্ধার্থ! মন মাতানো পর্ব মিঠাইতে

বিনোদন বলতে আমরা এখন বুঝি টিভির সিরিয়াল গুলো কে।বাইরে বেরোনো আমাদের অনেকটাই কমে গেছে যে হারে জিনিসপত্রের দাম বাড়িয়েছে সব দোকান পত্র শপিং করা বা রেস্টুরেন্টে খাওয়া একটু হলেও আমাদেরকে কমাতে হয়েছে। তাই টিভির সিরিয়াল গুলোকেই আমরা আপন করে নিয়েছি।

বর্তমানে আমাদের সবচেয়ে প্রিয় সিরিয়াল হল জি বাংলার মিঠাই। টিআরপি রেটিংয়ে হয়তো একটু কমে গেছে আগের থেকে কিন্তু এর জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বর্তমানে মিঠাই সুখের সাগরে ভাসছে। তার উচ্ছে বাবু তাকে যেভাবে ভালবাসছে তা তার ধারণার অতীত। তার জন্মদিনে পায়েস বানিয়ে খাওয়াচ্ছেন যদিও সেই পায়েস খাওয়ার অযোগ্য হয়েছে, বড় করে সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছে‌।

কিন্তু দুর্ভাগ্যের কথা হলো টেস বুড়ির শয়তানিতে সিদ্ধার্থ এই পার্টিতে থাকতে পারবে না, অন্তত এরকমটাই দেখানো হয়েছিল এতক্ষণ‌। তোর্সা কিছুতেই চাইনি মিঠাইয়ের বার্থডে পার্টি অ্যারেঞ্জ হোক। তাই কায়দা করে সেই অফিসের নাম করে সিডকে ডেকে নেয়।

তবে আজকের পর্বে দেখা যাবে, বাড়ির সকলকে মিঠাই বলবে যে সিদ্ধার্থ আজকে পার্টিতে থাকবে না আর তখন বাড়ির সকলের মন খারাপ হয়ে যাবে আর এই পরেই সিদ্ধার্থ চলে আসবে এবং এসেই সারপ্রাইজ দেবে মিঠাই কে এই বলে যে মিঠাই রানী আই অ্যাম ব্যাক।

Piya Chanda

                 

You cannot copy content of this page