জি বাংলার একটি ধারাবাহিক হলো ‘লালকুঠি’ যেটি শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি। তবে শুরুর আগে এই ধারাবাহিক নিয়ে বেশ আশা করা হয়েছিল কারণ ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি এবং অভিনেত্রী রুকমা রায়কে। এই ধারাবাহিকের আগে এই জুটি প্রথম বার টিভির সামনে ধরা পড়েছিল স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে। ‘দেশের মাটি’তে রাজা মাম্পির জুটি বেশ জনপ্রিয় হয়েছিল।
ওই ধারাবাহিক শেষ হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই শুরু হয়েছিল জি বাংলার ভৌতিক ও রোমাঞ্চকর কাহিনী নিয়ে ‘লালকুঠি’। তবে শুরুর প্রথম থেকেই দর্শকরা এই ধারাবাহিককে সেভাবে পছন্দ করেনি। বেশ কয়েক মাস ধরে জল্পনা যে টিআরপি তালিকায় খারাপ ফলের জন্য বন্ধ হয়ে যেতে চলেছে লালকুঠি। তবে চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিক কর্তৃপক্ষ তরফ থেকে তেমন কিছুই জানানো হয়নি এতদিন। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী খুব শীঘ্রই শেষ হতে পারে ‘লালকুঠি’ ধারাবাহিকটি।
জি বাংলায় রাত সাড়ে নটার স্লটে সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি উল্টো দিকে স্টার জলসায় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ এই স্লটে বেশ ভালো ফল করেছে। একবারের জন্যও স্লট লিডার হতে পারেনি এই ধারাবাহিকটি। তাই বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে টিআরপি তালিকায় খারাপ ফল এবং স্লট লিডার না হতে পারা ধারাবাহিকগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এখন প্রযোজনা সংস্থার তরফে জানা গিয়েছে এখনও সিরিয়াল বন্ধের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে চ্যালেন কর্তৃপক্ষ খুব বেশি দিন টেনে নিয়ে যাবে না এই সিরিয়ালকে।
প্রসঙ্গত জি বাংলায় আসতে চলেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। তার মধ্যে একটি ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ র প্রথম প্রমো সম্প্রচারিত হয়ে গেছে এবং এই ধারাবাহিক আসছে ‘মিঠাই’য়ের স্লটে। উল্টো দিকে ‘মিঠাই’ ধারাবাহিকটি ‘পিলু’ ধারাবাহিকের জায়গায় সম্প্রচারিত হতে চলেছে। তবে সূত্র মারফত খবর এরপর শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনার একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায়। এবং তা ছাড়াও অভিনেত্রী স্বস্তিকা দত্ত আবার জি বাংলার পর্দায় ফিরতে চলেছেন, তবে এখনো অভিনেতা নাম চূড়ান্ত হয়নি। এবার শুধু দেখার এই নতুন ধারাবাহিকগুলি ঠিক কোন কোন ধারাবাহিকের জায়গা দখল করে।