জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘পাপেট’ নয়, তবু মাথা নত করতে হয়েছে! টলিউডের বাস্তবতা নিয়ে বি’স্ফোরক আবির চট্টোপাধ্যায়!

বাঙালির সাহিত্যের পাতায় চিরকালীন ছাপ রেখে যাওয়া উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’। এবার সেই কাহিনি রূপ নিল সেলুলয়েডে। ১লা আগস্ট মুক্তি পেল সুমন মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত এই ছবি। আর এই ছবির কেন্দ্রে রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তবে এই ছবি ঘিরে আবিরের উচ্ছ্বাসের পাশাপাশি, অভিনেতা হিসেবে আজকের টলিউডের বাস্তবতা নিয়েও মুখ খুললেন তিনি। স্বীকার করলেন, কখনও কখনও তাঁকেও ‘পুতুল’ হয়ে যেতে হয়েছে।

আবির জানালেন, কোভিড পরবর্তী সময়ে এটিই তাঁর প্রথম বাংলা ছবির শ্যুটিং। ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে হয়েছিল কাজ। ‘নাটকের মানুষ’ সুমন মুখোপাধ্যায় তাঁকে ‘শশী’ চরিত্রে কাস্ট করায় অবাক হয়েছিলেন অভিনেতা। সাহিত্যের এই বিখ্যাত উপন্যাসের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে নিজের দ্বিধা ও ভয় নিয়েও অকপট ছিলেন তিনি। আবির বলেন, “শশীর এই সিদ্ধান্তহীনতা, দোলাচল—আমার খুব চেনা লেগেছিল। যুক্তি আর বিশ্বাসের টানাপোড়েন বাঙালির রক্তে রয়েছে।”

কেবল চরিত্র নয়, বাস্তব জীবনেও অভিনেতাদের বারবার ‘পুতুল’ হতে হয়। পরিচালকের হাত, ক্যামেরাম্যান, এডিটরের হাত তো আছেই, বড় প্রযোজক কিংবা ক্ষমতাবানদের চাপের মুখেও শিল্পী হয়ে ওঠে নিছক ‘পাপেট’। সেই প্রসঙ্গে আবির বলেন, “আগে আমি অনেক বেশি প্রতিক্রিয়াশীল ছিলাম, এখন নিজেকে অনেক বেশি নিরপেক্ষ রাখার চেষ্টা করি। কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমারেখা টানছি।” আবেগ এবং রাগের জায়গা থেকে বেরিয়ে এসে এখন আরও সংযত, সচেতন হয়ে কাজ করতে শিখেছেন বলেও জানান তিনি।

বর্তমানে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধ হওয়া, শিল্পীদের বয়কট বা নিষেধাজ্ঞার পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা। তাঁর কথায়, “শিল্প বিকশিত হতে গেলে কোনও না কোনও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কিন্তু তার মানে এই নয় যে বিকল্প শিল্প বা প্রতিবাদী কণ্ঠর উদ্ভব হবে না।” এমন মন্তব্যে আবির যেন বর্তমান টলিউডের প্রেক্ষাপটে এক সাহসী বার্তা দিয়ে গেলেন।

শেষ পর্যন্ত ব্যক্তি আবির ও অভিনেতা আবিরের লড়াইয়ের কথা জানান তিনি। দর্শকের প্রত্যাশা, সিস্টেমের চাপের মধ্যে থেকেও কাজের প্রতি ভালোবাসা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবির বলেন, “কিছু কাজ হয়তো করেছি দর্শকের চাহিদার জন্য, কিন্তু সে সংখ্যা খুব বেশি নয়। আমি চেষ্টা করি কাজের মধ্য দিয়ে নিজেকে বজায় রাখতে।” ‘শশী’র জার্নি শেষ হলেও, আবিরের এই উপলব্ধির গল্প যে এখনও অনেকটাই বাকি, তা স্পষ্ট তাঁর কথা থেকেই।

Piya Chanda