জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, রাজলক্ষ্মীর পায়ে চোট লাগে অপুদের বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে। তাড়াতাড়ি করে অপু ওষুধ লাগাতে শুরু করে রাজলক্ষ্মীর পায়ে। অপু মা বলেন, অপুর হাতে অনেক যত্ন আছে। খুব ভালো সেবা করতে পারে, স্থান-কাল-পাত্র না দেখেই।
রাজলক্ষ্মী জানান, অপু তার মোটেই অচেনা নয়, বরং প্রথম দিন থেকেই তার অপুকে খুব চেনা মনে হয়েছে। অপু নিজের মনে মনে এই একই কথা ভাবে, কিন্তু বলতে পারে না মুখে। পায়ের অবস্থার উন্নতি হতে রাজলক্ষ্মী এত রাতে অপুদের বাড়িতে আসার জন্য ক্ষমা চেয়ে চলে যেতে যাচ্ছেন, এমন সময় ফোন আসে অর্কর। আর্যর খোঁজ পেয়েছে ভেবে ফোনটা ধরেন তিনি।

অর্ক জানায়, তার দাদার শারীরিক অবস্থা ভালো না, গাড়ি দুর্ঘ’টনায় আহ’ত হয়ে রাস্তায় পড়েছিল। এখন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কথা শুনতেই অপু ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে, অপুর মা-বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। রাজলক্ষ্মী জানান অপু হয়তো হাসপাতালে গেছে। মনে মনে তিনি আশ্বস্ত, অপু গেলেই আর্য ঠিক হয়ে যাবে। অন্যদিকে হাসপাতালে আর্যর চিকিৎসা চলছে।
ডাক্তাররা অনেক চেষ্টা করছে আর্যকে বাঁচানোর, কিন্তু অবস্থা আরও সংকরজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতেও মীরা এখনও অপর্ণাকেই দায়ী করছে আর্যর এই অবস্থার জন্য। হঠাৎ সাংবাদিকরা খবর পেয়ে হাসপাতালে এসে ভিড় জমায় আর্যর অবস্থা সম্পর্কে জানতে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কিঙ্কর, পুলিশ দেখে সবটা নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ ‘পাপেট’ নয়, তবু মাথা নত করতে হয়েছে! টলিউডের বাস্তবতা নিয়ে বি’স্ফোরক আবির চট্টোপাধ্যায়!
হাসপাতালে রাজলক্ষ্মী এসে উপস্থিত হয়, আর্যর সম্পর্কে ডাক্তার জানান যে চিকিৎসা চলছে। তবে আর্য কোমায় চলে যাচ্ছে ধীরে ধীরে, তার সঙ্গে অনেকক্ষণ দেরি হওয়ায় শরীর থেকে র’ক্তক্ষ’রণ বেশি হয়েছে। এবি নেগেটিভ রক্ত যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করতে হবে। রাজলক্ষ্মী ছুটে ঠাকুরের কাছে গিয়ে অভিযোগ জানাতে থাকেন, তার জীবন থেকে এতকিছু কেড়ে নেওয়ার পরেও আর্যকে কেন চাইছে।
আবারও রাজলক্ষ্মীতে এসে মীরা বলে, সব দোষ অপর্ণার। আর্যকে বারবার সাবধান করার পরেও, অপর্ণার সঙ্গে মেলামেশা করতে গিয়েই আজ এই পরিস্থিতিতে পড়েছে সে। রাজলক্ষ্মী মীরাকে চলে যেতে বলে, অপুর নামে কোনও দোষ তিনি শুনতে চান না। এদিকে ঘটনাস্থলে তাঁরা সুন্দরী মা এসে হাজির হন, রাজলক্ষ্মী ছুটে যায় তার কাছে। তাঁরা সুন্দরী জানান, এতদিন যাকে নিয়ে ভেবেছে রাজলক্ষ্মী ভয় তাকে নিয়ে নয়, যাকে নিয়ে ভাবেনি তাকে নিয়েই।