জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেলিভিশন অতীত! এবার ওয়েব পর্দায় পা রাখছেন অভিনেতা ঋত্বিক মুখার্জি!

টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন অভিনেতার ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)। জি বাংলার পর্দায় আগেই তিনি অর্জন করেছেন দর্শকদের ভালোবাসা। অভিনেত্রী অন্বেষা হাজরার বিপরীতে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে দাপুটে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন নায়ক ঋত্বিক।

এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর পুনরায় জি বাংলার পর্দায় ‘মন দিতে চাই’ ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করেন ঋত্বিক। এই ধারাবাহিকে তিনি অভিনেত্রী অরুনিমা হালদারের বিপরীতে সুন্দর অভিনয় করে সকলের মন জয় করেছেন। আর ‘মন দিতে চাই’ শেষ হওয়ার পর জি বাংলার নতুন প্রজেক্টে আবার নায়ক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

অভিনেতা হতে চাননি ঋত্বিক মুখার্জি!

বর্তমানে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন নায়ক আদিদেবের চরিত্রে। ‌ দর্শকদের আবদার মেনে উর্মি-সাত্যকীর জুটিকে ফিরিয়ে এনেছে জি বাংলা। আনন্দী ধারাবাহিক শুরুর পর থেকেই টেলিভিশন পর্দায় কামাল করে চলেছে। পুনরায় অন্বেষার বিপরীতে ঋত্বিককে দেখে দারুণ খুশি দর্শক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋত্বিক বলেন, তিনি কখনোই অভিনেতা হতে চাননি। ছোটবেলা থেকে তাঁর ইচ্ছে ছিল ডাক্তার হবেন, কখনো ভেবেছেন তিনি পুলিশ অফিসার হবেন। আবার, সরকারি চাকরি করবেন বলেও ঠিক করেছিলেন। তারপর ঋত্বিকের মনে হয় নিজের সবথেকে পছন্দের কাজটিকেই যদি পেশায় রূপান্তরিত করা যায়? আর সেখান থেকেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি।

ছুটির দিনে বেশিরভাগ সময়টা সিনেমা দেখে কাটান তিনি। খুব একটা পার্টি করতে ভালোবাসেন না। তাই বাড়িতেই সময় কাটান। মাঝেমধ্যে রান্নাবান্না করেন। ছুটির দিনে স্পেশাল ডিশ বানান। নিজেকে ‘ঘরকুনো’ আখ্যা দিয়েছেন ঋত্বিক। তবে ধীরে ধীরে ওয়েব পর্দার দিকে পা রাখতে চলেছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন ওয়েব সিরিজের কাজের জন্য।

TollyTales NewsDesk