জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“চোখে কি নেবা হয়েছে? ন্যাকা ‘মিঠিঝোরা’ শেষ হোক!” ডায়মন্ড দিদি শেষ হওয়ার খবরে রেগে আগুন দর্শক!

টেলিভিশন (Television) পর্দায় ধারাবাহিকের মেয়াদ নির্ভর করে টিআরপির (TRP) ওপর। টিআরপি বেশি থাকলে সেই ধারাবাহিক যেমন বছরের পর বছর চলে, ঠিক তেমনভাবেই কম টিআরপি থাকা ধারাবাহিকগুলি মাত্র কয়েকটি মাসের ব্যবধানে টেলিভিশন পর্দা থেকে বিদায় নিচ্ছে। সম্প্রতি সামনে এল, জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ডায়মন্ড দিদি জিন্দাবাদ (Diamond Didi Zindabad) এবার অন্তিম পর্বের দিকে এগোচ্ছে।

ডায়মন্ড দিদি নয়! মিঠিঝোরা শেষ হোক!

টিআরপি কম থাকলেও জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকটি পছন্দ করতেন অনেকে।
এই ধারাবাহিকের গল্প বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। কিন্তু মাঝপথেই যেন শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি। আর সেই খবর শোনার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছেন দর্শক। সকলেই চাইছেন, ডায়মন্ড দিদির বদলে ‘মিঠিঝোরা’ শেষ হোক। ‌

জি বাংলার অপর একটি চর্চিত ধারাবাহিক হলো ‘মিঠিঝোরা’। এই ধারাবাহিকটি প্রথম থেকেই বহু বার চর্চায় এসেছে। ‌বর্তমানে ধারাবাহিকের গল্পে যেন ধরা পড়ছে সেই একঘেয়ে বাংলা সিরিয়ালের প্লট। এক নায়কের দুই বউ একই ছাদের তলায় থাকছে। অন্যদিকে, একের পর এক শয়তানি করে ছাড়া পেয়ে যাচ্ছে নীলাঞ্জনা। এই ধারাবাহিকের গল্প দেখে ভারী বিরক্ত হচ্ছেন দর্শক।

‘মিঠিঝোরা’ ধারাবাহিকের গল্পে রাইপূর্ণার বিজয় রথ দেখতে চেয়েছিলেন দর্শক। কিন্তু অনির্বাণের সংসারে রাইয়ের ফিরে আসার পর থেকেই মেগার গল্পের প্রতি আকর্ষণ হারিয়েছেন দর্শকেরা। বদলে জি বাংলার অন্যান্য মেগা মিঠিঝোরাকে হারিয়ে এগিয়ে চলেছে। ‌জলসার ‘অনুরাগের ছোঁয়ার’ সঙ্গে লড়াই করে স্লট দখলের স্বপ্নপূরণ হচ্ছে না জি বাংলার মিঠিঝোরার।

তাই ডায়মন্ড যদি শেষ হয়ে যাওয়ার খবর সামনে আসতেই, দর্শকরা রীতিমতো রেগে গিয়ে বলছেন, জি বাংলার চোখে নেবা হয়েছে! ভালো গল্প বেশি দিন চলে না। ডায়মন্ড দিদি জিন্দাবাদ সিরিয়াল নাকি নভেম্বরের শেষ সপ্তাহ আগাদ অন্তিম পর্বে পৌঁছাবে। ‌ধারাবাহিকের অন্তিম পর্বে এক হয়ে যাবে ডায়মন্ড ও হৃদান। ধামাকা কিছু দেখিয়ে শেষ হবে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। ‌

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page