জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গয়নার বিজ্ঞাপনে মডেলদের দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন! কিভাবে নায়িকা হয়ে উঠলেন সুস্মিতা দে?

বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ সুস্মিতা দে (Sushmita Dey)। বর্তমানে তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-য় মূল চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। তবে সুস্মিতার অভিনয় যাত্রা শুরু হয়েছিল জি-বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের মাধ্যমে। সেই প্রথম কাজেই তিনি দর্শকদের প্রিয় হয়ে ওঠেন। এরপরে ‘বৌমা একঘর’ ও ‘পঞ্চমী’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। অল্প সময়েই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন সুস্মিতা।

কিভাবে অভিনেত্রী হয়ে উঠলেন সুস্মিতা?

তবে এই অভিনয় জগতে আসা একেবারেই হঠাৎ করে। আসানসোলের এই মেয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় কিছু করার। ছোটবেলায় অভিনেতা দেবকে পর্দায় দেখে সুস্মিতার মনের মধ্যে অভিনেত্রী হওয়ার ইচ্ছে দানা বাঁধে। পরীক্ষার সময় বইয়ের বদলে দেবের ছবি দেখতে থাকা সেই মেয়েটির স্বপ্ন যেন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। একবার একটি গয়নার বিজ্ঞাপনের পোস্টার দেখে তিনি ঠিক করেছিলেন, অভিনয় জগতে পা রাখতেই হবে।

সেই স্বপ্ন পূরণে যাত্রা শুরু হয় আসানসোলের এক মেকআপ আর্টিস্টের হাত ধরে। মডেলিং দিয়ে শুরু হয় তাঁর কেরিয়ার। মডেলিংয়ের একটি ছবি দেখে প্রথম ধারাবাহিকে কাজের প্রস্তাব পান সুস্মিতা। সেই থেকেই শুরু হয় তাঁর পর্দার জীবন। স্বপ্নের দৌড়ে থাকা সুস্মিতা বুঝতেই পারেননি, কখন তিনি দর্শকদের ভালোবাসার কেন্দ্রে চলে এসেছেন।

অভিনয় জগতে পা রাখার পর থেকেই একের পর এক ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছেন সুস্মিতা। আজ তিনি যেখানেই যান, তাঁকে এক নামে চিনতে পারে মানুষ। পুজোর প্যান্ডেলে কিংবা রাস্তাঘাটে ভক্তরা তাঁকে ঘিরে ধরে। অথচ একসময় তাঁকে কেউই চিনতেন না। জনপ্রিয়তা পাওয়ার এই যাত্রা এখনও স্বপ্নের মতো মনে হয় তাঁর কাছে।

সুস্মিতা দে-র জীবন যেন এক গল্পের মতো। আসানসোলের এক অচেনা মেয়ে থেকে তিনি হয়ে উঠেছেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ছোটবেলার স্বপ্ন পূরণের পথে এই যাত্রায় তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে আর পরিশ্রম থাকলে কোনও স্বপ্নই অধরা থাকে না।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page