জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাচ্চা পেটে রয়েছে, এমন টাইট জামা পড়ে নাচানাচি টা করবেন না! সোশ্যাল মিডিয়ায় উদ্দাম নেচে কটাক্ষের মুখে রূপসা

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsha Chatterjee) নিজের আসন্ন মাতৃত্ব উদ্‌যাপনের জন্য মন ভাল রাখার অভিনব উপায় খুঁজে নিয়েছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন, যা তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। পরনে ঢোলা ডেনিম ট্রাউজ়ার এবং সাদা হুডি, সঙ্গে কোমরে উঁকি মারা ট্যাটু। ক্যাপশনে রূপসা লিখেছেন, “আমার ‘বেবি বাম্প’-এর সঙ্গে ট্রেন্ডিং গান”। এর পাশাপাশি একটি লাল হৃদয় এবং ‘ইভিল আই’-এর ইমোজি যোগ করে তিনি তাঁর আনন্দ প্রকাশ করেছেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ ভালবাসা থাকা রূপসা এই বিশেষ সময়েও নাচের মাধ্যমে আনন্দ খুঁজে নিচ্ছেন।

দীর্ঘ দিনের প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে আইনি বিয়ের দুই বছর পর, চলতি বছরের অক্টোবর মাসে প্রথা মেনে সাত পাক ঘুরেছেন রূপসা। এর ঠিক এক মাসের মধ্যেই তাঁরা মা-বাবা হওয়ার ঘোষণা করেন। ডিসেম্বরের শুরু থেকেই অভিনেত্রী মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। চিকিৎসকের অনুমতি থাকায় তিনি নাচের পাশাপাশি হালকা যোগাভ্যাস করছেন। তবে ভারী কাজ ও খাদ্যাভ্যাসে চিকিৎসকের নির্দেশ মেনে চলছেন রূপসা। তাঁর মতে, নাচ তাঁকে মন ভাল রাখতে সাহায্য করে, যা আসন্ন সন্তানের জন্যও ইতিবাচক।

রূপসার ভিডিওতে স্পষ্ট বেবিবাম্প!

রূপসার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে তাঁর মাতৃত্বের উজ্জ্বল ছবি স্পষ্ট। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মন ভাল রাখার জন্যই তিনি এই সময় নাচের ভিডিয়ো পোস্ট করছেন। নতুন অতিথির আগমনের দিন নিয়ে তিনি এখনই কিছু না বললেও, প্রস্তুতি যে চলছে পুরোদমে, তা তিনি স্পষ্ট করেছেন। আপাতত বিশ্রামেই রয়েছেন অভিনেত্রী। তবে নাচের সময় কোনও অসুবিধা হচ্ছে না বলেই জানালেন তিনি।

রূপসার মতে, তাঁর সন্তানও হয়তো মাতৃগর্ভে নাচ করছে! সন্তান ভবিষ্যতে নৃত্য পারদর্শী হবে কি না, তা নিয়ে এখনই কিছু বলতে না পারলেও, তিনি নিশ্চিত যে তাঁদের সন্তান একেবারে তাঁদের মতোই মজারু এবং আনন্দপ্রিয় হবে। রূপসা বলেন, “আমার আর সায়নের সন্তান নিশ্চয়ই আমাদের মতো হইহুল্লোড় করতে পছন্দ করবে। এখন থেকেই সেই হুল্লোড় বুঝতে পারছে ও।” যদিও তার নাচানাচির ভিডিও দেখে কটাক্ষের ঝড় বয়ে গেছে সোশ্যাল মাধ্যমে।

এই খুশির মুহূর্তে রূপসার শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে তাঁর মনোভাবই প্রেরণার উৎস হতে পারে। মাতৃত্বের প্রতিটি ধাপে আনন্দ খুঁজে পেতে যে সাহস ও উদ্যম রূপসা দেখাচ্ছেন, তা নতুন প্রজন্মের কাছে এক উদাহরণ। বিয়ে বা মাতৃত্ব নিয়ে পুরনো ধ্যানধারণার বাইরে এসে নিজের মতো করে জীবন উপভোগ করছেন রূপসা, যা আধুনিক মানসিকতার প্রতিফলন।

TollyTales NewsDesk