জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: ডবল ফু’লশ’য্যায় মেঘকে হারাল রানী! সূর্য-মিশকার বাচ্চা দেখিয়েও ফেল অনুরাগের ছোঁয়া! গাঁটছড়া-মন দিতে চাই শেষ

প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে টিআরপি তালিকা প্রকাশ পেলেও যদি সপ্তাহে অনিবার্য কারণে শুক্রবার প্রকাশিত হয়েছে বাংলা টেলিভিশনের পর্দায় চলা ধারাবাহিকগুলির সাপ্তাহিক রেজাল্ট। এই ফলাফলের দিকে তাকিয়ে থাকেন সমস্ত ধারাবাহিক প্রেমীরাই। বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে এই টিআরপি তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ধারাবাহিক কত নম্বর পেল সেটা জানাই মুখ্য বিষয়।

প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকাতে যে মারাত্মক পরিবর্তন হয় এমনটা কিন্তু একেবারেই নয়। মোটামুটি একই রকম চলতে থাকে। কিন্তু কোন কোন সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চক্ষু-কর্ণের বিবাদ লেগে যায়। যদিও গত সপ্তাহেও এমন ঘটনাই ঘটেছিল। টিআরপিতে কার্যত দুই সপ্তাহ আগে পর্যন্ত প্রথম স্থান পাকা করে ফেলেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া।

প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় এই ধারাবাহিকটিই যে প্রথম স্থানে থাকবে তা নির্ধারিত বলছে। কিন্তু গত সপ্তাহ থেকেই স্থান পরিবর্তন ছিল। গত সপ্তাহ থেকে প্রথম স্থানে থাকা কার কাছে কই মনের কথা ধারাবাহিক চলতি সপ্তাহেও‌ এই ধারাবাহিকটি প্রথম স্থানেই রয়েছে। একেবারে লাফিয়ে লাফিয়ে প্রথম স্থানে উঠে এসেছে।

চলতি সপ্তাহেও প্রথম স্থানেই রয়েছে এই ধারাবাহিকটি। সেই সঙ্গে যুগ্মভাবে রয়েছে জি বাংলার অপর ধারাবাহিক নিম ফুলের মধু। অন্যদিকে চলতি সপ্তাহে কিন্তু তোমাদের রানীর কাছে হেরে গেছে ইচ্ছে পুতুল। ফুলশয্যার সিন দেখিয়ে কামাল করেছে তোমাদের রানী। চলতি সপ্তাহে এই ধারাবাহিকটির টিআরপি নম্বর ৬.৩, অন্যদিকে ইচ্ছে পুতুল পেয়েছে ৬.১। তবে স্পা’র্ম চুরি করে মিশকার কোল জুড়ে ছেলে এলেও টিআরপি তালিকায় নিম্নমুখী অনুরাগের ছোঁয়া।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

1st •• কার কাছে কই / নিম ফুলের মধু ৭.৯

2nd •• ফুলকি ৭.৮

3rd •• জগদ্ধাত্রী ৭.৭

4th •• অনুরাগের ছোঁয়া ৭.০

5th •• সন্ধ্যাতারা ৬.৪

 

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page