আজ বৃহস্পতিবার আর আজই সমস্ত বাংলা ভাষা সাপ্তাহিক ফল প্রকাশের দিন। প্রত্যেক সপ্তাহে এই দিনটির দিকে তাকিয়ে থাকেন দর্শকরা। তবে শুধুমাত্র দর্শকরা নন, ধারাবাহিকের কলাকুশলীদের কাছেও বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটির। তাদের অভিনীত ধারাবাহিক চলতি সপ্তাহে কেমন পারফর্ম করলো, কতটা দর্শকদের মন জয় করতে সফল হলো সেটা দেখতে হবে বৈকি!
তবে কিছু কিছু সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চমকাতে হয়। আর আজ প্রকাশিত টিআরপি তালিকা কিছুটা তেমনই। মাত্র দুই সপ্তাহ আগে পর্যন্ত যে ধারাবাহিকটি টানা টিআরপি তালিকায় রাজত্ব করছিল আজ সেই ধারাবাহিকটি টিআরপি তালিকার প্রথম পাঁচেই আর নেই। আর যা রীতিমতো চমকে দেওয়া খবর।
বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম পাঁচ থেকে সরে গেছে অনুরাগের ছোঁয়া। দুই সপ্তাহ ধরে প্রথম স্থান দখল করা ধারাবাহিক কার কাছে ওই মনের কথাকে সরিয়ে দিয়ে এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। তৃতীয় স্থানে যুগ্মভাবে ফুলকি এবং কার কাছে কই মনের কথা। চতুর্থ স্থানে উঠে এসেছে তোমাদের রানী এবং পঞ্চম স্থানে সন্ধ্যাতারা। অর্থাৎ প্রথম পাঁচে রয়েছে চারটে জি বাংলার ধারাবাহিক আর দুটি স্টার জলসার।
অন্যদিকে নন ফিকশনে দাদা দিদির লড়াইয়ে রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ানকে হারিয়ে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি। দিদি নাম্বার ওয়ানের প্রাপ্ত নম্বর ৩.৮ অন্যদিকে দাদাগিরি পেয়েছে ৫.২। এই সপ্তাহেও তোমাদের রানীর কাছে হেরে গেছে ইচ্ছে পুতুল। চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি –
BT •• জগদ্ধাত্রী ৭.৭
2nd •• নিম ফুলের মধু ৭.১
3rd •• ফুলকি / কার কাছে কই ৭.০
4th •• তোমাদের রাণী ৬.০
5th •• সন্ধ্যাতারা ৫.৯

