Connect with us

Bangla Serial

তুলকালাম TRP! অনুরাগ সেরা, স্লট পাল্টাতেই কামাল ইচ্ছে পুতুলের! নতুন স্লটে হারল খেলনা বাড়ি

Published

on

PicsArt 10 27 11.55.48

বাংলা টেলিভিশনের দুনিয়ায় টিআরপি (TRP) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে এই টিআরপি তালিকায় যে ধারাবাহিক যত ভালো নম্বর পাবে সেই ধারাবাহিক ততদিন টিকবে এটাই দস্তুর। অন্যথায় বন্ধ হয়ে যাবে। আসলে টিআরপি তালিকায় যে ধারাবাহিক যত ভালো পারফর্ম করবে সেই ধারাবাহিকের মেয়াদ বাড়বে। আর তা না হলেই বন্ধের মুখ দেখতে হবে।

বলাই বাহুল্য এই মুহূর্তে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা হরহামেশাই পরিবর্তন হচ্ছে। কোন সপ্তাহে যে কি হবে তা আগাম ভাবনা চিন্তা করাই যাচ্ছে না। এতটাই পরিবর্তনশীল এই মুহূর্তের টিআরপি তালিকা। তবে ধারাবাহিকভাবে একটি ধারাবাহিক প্রথম স্থানে রয়েছে আর সেটি হল অনুরাগের ছোঁয়া।

তবে এই সপ্তাহে একটি ধারাবাহিক কামাল করে দিয়েছে টিআরপি তালিকায়। অনুরাগের ছোঁয়ার বিপরীতে মাথা তুলে দাঁড়াতে না পাড়লেও নতুন স্লটে ফিরতেই চমকে দিয়েছে এই ধারাবাহিক।‌ টিআরপিতে স্টার জলসার তোমাদের রানীকে হারিয়ে ৫.৪ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক কামাল করে দিয়েছে।

অন্যদিকে ভালো কিছুর আশায় অনুরাগের ছোঁয়ার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছিল জি বাংলার অন্যতম পুরনো ধারাবাহিক খেলনা বাড়িকে। কিন্তু একেবারেই তথৈবচ অবস্থা এই ধারাবাহিকের। অনুরাগের ছোঁয়ার বিপরীতে ন্যূনতম লড়াইটুকু‌ও দিতে পারেনি খেলনা বাড়ি। ৪.৩ রেটিং পয়েন্ট নিয়ে গোহারান হেরেছে এই ধারাবাহিকটি। অন্যদিকে চলতি সপ্তাহেও মাত্র ৩.৫ রেটিং পয়েন্ট পেয়েছে ধারাবাহিক গৌরী এলো। আশা করা হচ্ছে আগামী দিনে বন্ধের মুখ দেখবে এই ধারাবাহিক গুলি।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৩ Topper
২য় •• নিম ফুলের মধু ৭.১
৩য় •• জগদ্ধাত্রী ৭.০
৪র্থ •• ফুলকি ৬.৯
৫ম •• কার কাছে কই / হর গৌরী ৬.৭