Connect with us

  Bangla Serial

  TRP: ফুলকির বক্সিংয়ের গুঁতোয় ফিকে জ্যাস সান্যালের বন্দুক! টিআরপি তালিকায় কোথায় নামল জগদ্ধাত্রী? অনুরাগের ছোঁয়াই বা কোথায়?

  Published

  on

  আসতে চলেছে চলতি সপ্তাহের টিআরপি। আর এই টিআরপি দেখার জন্য উৎসুক হয়ে বসে থাকেন বাংলা টেলিভিশনের অগুণিত ভক্তদর্শক। আসলে এই টিআরপি তালিকা বলে দেয় কোন ধারাবাহিক দর্শকদের কতটা পছন্দের। কোন ধারাবাহিক দর্শকদের মনে ঠিক কতটা জায়গা করে নিচ্ছে!

  আর সেই ধারাবাহিকতাতেই প্রত্যেক সপ্তাহে প্রকাশ্যে আসে টিআরপি তালিকা। আসলে এই টিআরপি তালিকায় প্রমাণ করে যে এই মুহূর্তে বাংলা টেলিভিশনে চলা ধারাবাহিকগুলির ঠিক কী অবস্থান রয়েছে। কে কাকে হারালো, কার নম্বর কত হল বিভিন্ন সব প্রশ্ন! আর তার উত্তর হচ্ছে ওই টিআরপি তালিকা।

  মিঠাই শেষ হয়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ফুলকি। অনেকেই অবশ্য বলেছিলেন মিঠাইয়ের জায়গা নেওয়া এই ধারাবাহিকটির পক্ষে সম্ভব নয়। কিন্তু এসেই কামাল করেছে ফুলকি। ৭.২ রেটিং পয়েন্ট নিয়ে গত সপ্তাহে একেবারে সরাসরি দ্বিতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিকটি। প্রথম স্থানে ছিল ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। আর তৃতীয় স্থানে নেমে জগদ্ধাত্রী।

  tollytales whatsapp channel

  একটা সময় টিআরপি তালিকায় এক নম্বরে থাকত জগদ্ধাত্রী। জোর টক্কর হত ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সঙ্গে। কিন্তু ফুলকি ময়দানে নামতেই ক্রমশ পিছিয়ে পড়ছে ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি। আর চলতি সপ্তাহেও তার অন্যথা হল না। টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রাখল জলসার অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় স্থানে জি বাংলার ফুলকি, তৃতীয় স্থানে জি বাংলার জগদ্ধাত্রী, চতুর্থ স্থানে জি বাংলার নিম ফুলের মধু ও পঞ্চম স্থানে জলসার বাংলা মিডিয়াম। অর্থাৎ দুটি স্টার জলসার ধারাবাহিক ও তিনটি বাংলার ধারাবাহিক রয়েছে পাঁচটি স্থান জুড়ে।

  চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

  ১ম •• অনুরাগের ছোঁয়া ৮.১
  ২য় •• ফুলকি ৭.৪
  ৩য় •• জগদ্ধাত্রী ৭.৩
  ৪র্থ •• নিম ফুলের মধু ৬.৭
  ৫ম •• বাংলা মিডিয়াম ৬.৩