Connect with us

    Bangla Serial

    TRP: কঠিন হচ্ছে লড়াই! জগদ্ধাত্রীর অ্যাকশন জিততে পারছে না ফুলকির ড্রামার কাছে! অনুরাগের ছোঁয়ার সঙ্গে সেরা পাঁচে নতুন নাম

    Published

    on

    আজ বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের মধ্যে আজও প্রকাশ্যে চলে এসেছে বাংলা টেলিভিশনের ধারাবাহিক গুলির জনপ্রিয়তার নিরিখে টিআরপি তালিকা। একটি ধারাবাহিক কতটা দর্শক মনোরঞ্জনে সফল হয়েছে তার বিচার করে এই টেলিভিশন রেটিং পয়েন্ট টেবিল।

    প্রত্যেকটি চ্যানেলের ধারাবাহিকগুলির কাছে এই টিআরপি তালিকা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। ‌‌আসলে এই টিআরপি তালিকা প্রমাণ করে দেয় যে এই মুহূর্তে বাংলা টেলিভিশনে চলা ধারাবাহিকগুলির কী অবস্থান রয়েছে। কে কাকে হারালো, কে কত নম্বর পেল? সবরকম প্রশ্নের উত্তর দেয় ওই টিআরপি তালিকা।

    প্রত্যেকে সপ্তাহের টিআরপি তালিকাতেই ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। তবে বলা যায় তিনটি স্থান একেবারে তিনটি ধারাবাহিকের জন্য নির্ধারিত হয়ে গেছে। জি বাংলার জনপ্রিয়তম ধারাবাহিক মিঠাই শেষ হয়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ফুলকি। আশঙ্কা করা হয়েছিল মিঠাইয়ের জায়গা নেওয়া এই ধারাবাহিকটির পক্ষে সম্ভব নয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে কামাল করেছে ফুলকি। সদ্য শুরু হয় এই ধারাবাহিকটি শুরুর পর থেকেই দ্বিতীয় স্থান দখল করেছে।

    tollytales whatsapp channel

    যদিও এই দ্বিতীয় স্থানে এর আগে দাপট দেখিয়েছে জি বাংলার অপর ধারাবাহিক জগদ্ধাত্রী। প্রথম স্থানে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। আর ফুলকির দাপটে এখন তৃতীয় স্থানে নেমে জগদ্ধাত্রী। নম্বরের ব্যবধান খুব বেশি না হলেও ফুলকির কাছে ক্রমাগত হেরে চলেছে জগদ্ধাত্রী। ‌যদিও একটা সময় টিআরপি তালিকায় এক নম্বরেও থাকতে দেখা গেছে জগদ্ধাত্রীকে। জোর টক্কর হত ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সঙ্গে।

    তবে নতুন ধারাবাহিক কিন্তু ফুলকি ময়দানে নামতেই ক্রমশ পিছিয়ে পড়ছে ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকটি। যদিও ফুলকি এবং জগদ্ধাত্রী ধারাবাহিকে চমকের অভাব নেই। একদিকে ফুলকিতে আসছে বিয়ের পর্ব অন্য দিকে জগদ্ধাত্রীতে নতুন রূপে ফিরতে চলেছে নায়ক স্বয়ম্ভু।

    চলতি সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রাখল জলসার অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় স্থানে জি বাংলার ফুলকি, তৃতীয় স্থানে জি বাংলার জগদ্ধাত্রী, চতুর্থ স্থানে জি বাংলার নিম ফুলের মধুকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে উঠে এলো স্টার জলসার হর গৌরী পাইস হোটেল‌। পঞ্চম স্থানে জলসার বাংলা মিডিয়াম ও জি বাংলার রাঙা বউ। অর্থাৎ তিনটি স্টার জলসার ধারাবাহিক ও তিনটি জি বাংলার ধারাবাহিক রয়েছে পাঁচটি স্থান জুড়ে।

    চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

    ১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৬
    ২য় •• ফুলকি ৭.৯
    ৩য় •• জগদ্ধাত্রী ৭.৫
    ৪র্থ •• হরগৌরী পাইস হোটেল ৭.১
    ৫ম •• রাঙা বউ / বাংলা মিডিয়াম ৬.৭