জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: আলোর কোলে, মিঠিঝোরা শুরুতেই ফ্লপ! অনুরাগের ছোঁয়ার সঙ্গে ঘটল অঘটন! ফুল টিআরপি লিস্ট

আজ প্রত্যেকটি বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক ফল প্রকাশিত হওয়ার দিন। আজ বৃহস্পতিবার। আর এই বিশেষ দিনটির দিকে বিশেষ নজর থাকে ধারাবাহিকপ্রেমীদের। তারা মুগ্ধ হয়ে এই ধারাবাহিকগুলি দেখেন। আর তাই কোন ধারাবাহিক কত নম্বর পেলেও সেটি জানার জন্য তাদের বিশেষ আগ্রহ থাকে।

অবশ্য ধারাবাহিক কত নম্বর পেল সে দিকে নজর থাকে ধারাবাহিকের কলাকুশলীদের‌ও। আর চলতি সপ্তাহে টিআরপি আশাহত হওয়ার মতো কিছু কিছু ধারাবাহিক ভক্তদের কাছে। জলসার অনুরাগের ছোঁয়া যে ধারাবাহিকটি এতদিন ধরে টিআরপি তালিকায় সমানে রাজত্ব করছিল সেই ধারাবাহিকটি ধীরে ধীরে পিছু হটেছে।

একটা সময় ধারাবাহিকভাবে শীর্ষস্থানে থাকা অনুরাগের ছোঁয়া প্রথম পাঁচ থেকে একেবারে জন্য ছিটকে গেছে। এই সপ্তাহেও প্রথম স্থান দখল করেছে জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে ফুলকি, তৃতীয় স্থানে নিম ফুলের মধু, চতুর্থ স্থানে কার কাছে কই মনের কথা ও পঞ্চম স্থানে তোমাদের রানী। অর্থাৎ পর্ণা, শিমুলকে মাত দিয়েছে ফুলকি এবং জ্যাস।

অর্থাৎ প্রথম পাঁচে রয়েছে চারটে জি বাংলার ধারাবাহিক আর একটি স্টার জলসার ধারাবাহিক। নতুন স্লটে গিয়ে হরগৌরী পাইস হোটেলের বিপরীতে একেবারে হেরে ভূত হয়েছে মিলি! অন্যদিকে নতুন শুরু হওয়া আলোর কোলেকে হারিয়ে দিল অপরাজিতার জল থ‌ই থ‌ই ভালোবাসা! প্রথম পাঁচে রয়েছে চারটে জি বাংলার ধারাবাহিক আর একটি স্টার জলসার ধারাবাহিক। এই সপ্তাহেও তোমাদের রানীর কাছে হেরে গেছে ইচ্ছে পুতুল। গীতা LLBর প্রাপ্ত নম্বর ৬.৮। ওপেনিংয়ে আলোর কোলে পেয়েছে ৫.২ আর মিঠিঝোরা ৪.৫।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

BT •• জগদ্ধাত্রী ৮.৫
2nd •• ফুলকি ৮.০
3rd •• নিম ফুলের মধু ৭.৯
4th •• কার কাছে কই ৭.১
5th •• তোমাদের রাণী ৭.০

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page