Bangla Serial

TRP: গৌরীর মেয়ে এসেও উদ্ধার করতে পারল না টিআরপি! আবার স্টার জলসার জয়জয়কার! কোথায় মিঠাই, গৌরী, জগদ্ধাত্রীরা?

প্রত্যেক সপ্তাহে টিআরপির দিকে বিশেষ নজর থাকে বাংলা ধারাবাহিক প্রেমীদের। আসলে প্রত্যেক সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশ হয় বাংলা ধারাবাহিকগুলির। কে কত নম্বর পেল? জানতে উৎসুক থাকেন অনুরাগীরা। প্রিয় ধারাবাহিক কত নম্বর পেল কোন স্থান পেল তা জানার জন্য তাঁদের কৌতুহল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে বন্ধ হয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের শুটিং। একটা সময় টিআরপি তালিকায় রাজত্ব করা এই ধারাবাহিকটির টিআরপি কমে গেলেও টানা স্লট লিডার হতো মিঠাই। এমনকি মিঠাই ধারাবাহিকের দাপটে দু’মাসের মধ্যে পাততাড়ি গোটায় স্টার জলসার নতুন ধারাবাহিক বালিঝড়। আর তারপর ওই স্লটে নিয়ে আসা হয় ভক্তিমূলক ধারাবাহিক রামপ্রসাদকে। আর এই ধারাবাহিক আসতেই পিছু হটে মিঠাই। চলতি সপ্তাহেও তার অন্যথা হয়নি।

তবে গত সপ্তাহে ঘটে গিয়েছিল একটি দারুণ চমকপ্রদ ঘটনা। অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রীকে সরিয়ে এক লাফে প্রথম স্থানে উঠে পড়েছিল জি বাংলার ধারাবাহিক গৌরী এলো। বলা যায় বড় অঘটন ঘটে গিয়েছিল। মিঠাই পরবর্তী টিআরপি তালিকায় এই মুহূর্তে দাপট দেখাচ্ছিল স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। আর এই ধারাবাহিককে কড়া টক্কর দিচ্ছিল জি বাংলার জগদ্ধাত্রী। কিন্তু এই দুই ধারাবাহিককে হারিয়ে গত সপ্তাহে প্রথম স্থান দখল করে গৌরী এলো। ‌

আসলে গত সপ্তাহের পর্বে এই ধারাবাহীকে দারুন চমক দেখানো হয়েছিল। গৌরী ও ঈশানের কন্যা রূপে জন্ম হয়েছিল তারার। মা কালী স্বয়ং জন্ম নিয়েছেন গৌরীর গর্ভে। আর তাঁর অলৌকিক ক্ষমতা প্রদর্শনের জেরেই এই ধারাবাহিককে প্রথম স্থানে উঠে আসে। একঘেয়েমি গল্প দেখানোর অভিযোগে নেমে যায় অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রী। একইসঙ্গে গত সপ্তাহে ছিল আইপিএলের ফাইনাল। যার জেরে অনেকটাই নম্বর কমেছিল বাংলা ধারাবাহিকগুলির।

যদিও চলতি সপ্তাহে আবারও স্বমহিমায় ফিরেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। গৌরী এলোকে পরাস্ত করে বিপুল নম্বর নিয়ে প্রথম স্থানে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সূর্য দীপার এই ধারাবাহিক চলতি সপ্তাহে নম্বর পেয়েছে ৮.১। গত সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছিল ৬.৭। অন্যদিকে গত সপ্তাহে গৌরী এলো ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছিল ৬.৯। আর চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। এই সপ্তাহের দ্বিতীয় স্থান দখল করেছে গৌরী-ঈশানের গৌরী এলো।‌‌‌‌‌‌‌‌ আর গত সপ্তাহের মতো এই সপ্তাহের তৃতীয় স্থানে স্বয়ম্ভু-জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে সেরা ৫ এর তালিকা-

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.১
২য় •• গৌরী এলো ৭.৭
৩য় •• জগদ্ধাত্রী ৭.৩
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৩
৫ম •• পঞ্চমী ৫.৯

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।