জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: ওপেনিং স্লট ‘তুমি আশেপাশে থাকলে’র দখলে! রাঙা বউকে হারিয়ে টপ ফাইভে এই প্রথম ‘লাভ বিয়ে আজকাল’! জ্যাস, দীপা ধসে গেল

আজ বৃহস্পতিবার। আর আজকের দিনেই সাপ্তাহিক ফলাফল প্রকাশ হবে। আর এই ফলাফলের দিকে তাকিয়ে থাকেন সমস্ত ধারাবাহিক প্রেমীরাই। তবে মাঝেসাঝে অবশ্য শুক্রবারেও ফলপ্রকাশ হয়ে থাকে। বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে এই টিআরপি তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ধারাবাহিক কত নম্বর পেল সেটাই দেখতে হবে বৈকি!

তবে প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় যে বিরাট রদবদল হয় এমনটা একেবারেই নয়। মোটামুটি একই রকম থাকে। কিন্তু কোন কোন সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চক্ষু-কর্ণের বিবাদ লেগে যায়। আর সেটাই হয়েছে এই সপ্তাহে। এই সপ্তাহের টিআরপি দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন দর্শকরা। যদিও গত সপ্তাহেও এমন ঘটনাই ঘটেছিল।

টিআরপিতে কার্যত প্রথম স্থান দীর্ঘ কয়েক মাস ধরে পাকা করে ফেলা অনুরাগের ছোঁয়া এই সপ্তাহে চতুর্থ স্থানেই রয়েছে। তবে গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকা কার কাছে কই মনের কথা চলতি সপ্তাহে একেবারে লাফিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। আবার গত সপ্তাহের প্রথম স্থানাধিকারী জগদ্ধাত্রী এই সপ্তাহে নেমে গেছে তৃতীয় স্থানে। একেবারে গন্ডগোলে ব্যাপার-স্যাপার।

অন্যদিকে প্রত্যেক সপ্তাহে নম্বর বাড়িয়ে স্লটলিড করছে ইচ্ছে পুতুল। জি বাংলার এই ধারাবাহিকের কাছে মাথা তুলে দাঁড়াতে পারছে না তোমাদের রানী। অন্যদিকে এই সপ্তাহেই প্রথমবারের মতো টিআরপিতে জায়গা পেল তুমি আশেপাশে থাকলে। বলাই বাহুল্য ওপেনিং-এ দারুণ জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। প্রথম সপ্তাহেই এই ধারাবাহিকের টিআরপি নম্বর ৭.১। এই ধারাবাহিককে নিয়ে প্রত্যাশা বাড়ছে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

1st •• কার কাছে কই 7.7
2nd •• ফুলকি / নিম ফুলের মধু 7.6
3rd •• জগদ্ধাত্রী 7.3
4th •• অনুরাগের ছোঁয়া 7.2
5th •• Love বিয়ে 6.4

Ratna Adhikary

                 

You cannot copy content of this page