অবহেলার আরেক নাম পুতুল? সমাজের চোখে সে শুধু একটা নিরীহ, অশিক্ষিত মেয়ে যাকে দেখে করুণা হয়। কিন্তু ভিতরে সে এক জেদি সত্তা, যার মনে আছে নিজেকে প্রমাণ করার সাহস। সেই সাহস সঙ্গে করেই এগিয়ে চলে আর ভুল ভেঙে দেয় মানুষের, যারা ভাবে ‘পুতুল’রা কিছু করতে পারে না। এই চরিত্রেই অভিনয় করছেন ‘খেয়ালী মণ্ডল’ (Kheyali Mondal) , যার প্রতিটি সংলাপে উঠে আসছে নারীর লড়াইয়ের কাহিনি।
সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পুতুল টিটিপি’ (Putul TTP) তে পুতুলের প্রিয় সঙ্গী ময়ূখ। তাঁর সব অপমানের মুহূর্তে একমাত্র ময়ূখই পাশে থাকে পুতুলের। ‘সৈয়দ আরেফিন’ (Syed Arefin) অভিনীত ময়ূখের চরিত্রটি শুধু নায়কই নয় বরং এক সহযোদ্ধা, যে পুতুলের মতো মেয়েকে নিজের সমান মর্যাদায় রাখতে জানে। তাঁদের একসাথে বিপদের মোকাবিলা করা, একে অপরের প্রতি আস্থা আর ভালোবাসা, এইসব মিলিয়ে তৈরি হয়েছে এক বিশেষ টেলিভিশন জুটি, যা ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিয়েছে।
ধারাবাহিকের গল্পে নানা মোড়, শত্রুদের ষড়যন্ত্র, পারিবারিক দ্বন্দ্ব আর ভালোবাসার টানাপোড়েন, সব মিলে ‘পুতুল টিটিপি’ এখন টিআরপির দৌড়ে বেশ ভালো ফল করছে। প্রতিটি পর্বেই থাকে টানটান উত্তেজনা। কখনও পুতুলকে অপমান করে বাড়ির সদস্যরা, তো কখনও বাইরের সমাজ তাকে হেয় করে। কিন্তু এই অপমানের মধ্যেই তার মাথা উঁচু করে বাঁচার লড়াই দর্শককে মনে জায়গা করে নিয়েছে।
এই ধারাবাহিকের দর্শকদের জন্য এবার এল বড় ধাক্কা। ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী! হঠাৎ করেই শুরু হয়েছে গুঞ্জন, এবার কি তবে মুখ্য অভিনেত্রীর মুখ বদল? তবে কি এবার নতুন কেউ পুতুল হতে চলেছে? একের পর এক জল্পনা ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে। কেউ বলছেন, গল্পে বড় কোনও মোড় আসতে চলেছে, যার জন্য এই পরিবর্তন, কেউ বলছেন অভিনেত্রীর ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ শিরীনের চক্রান্ত ভেস্তে দিয়ে ঝাঁটা ধরাল রায়ান! প্রাণঘাতী চক্রান্ত থেকে রায়ানকে বাঁচাল পারুল! সিসিটিভি ফুটেজে ধরা পড়লো রহস্যময় বৃদ্ধ! অতীতের শত্রুর ফিরে আসা নিয়ে আতঙ্কে আশুতোষ!
তবে চমকের আসল কেন্দ্রে রয়েছেন পুতুলের দিদি মিতুল। এতদিন এই চরিত্রে অভিনয় করছিলেন সুরভী স্যান্যাল। কিন্তু এবার সেই জায়গায় দেখা যাবে অভিনেত্রী রোশনী ভট্টাচার্যকে। ‘চিরসখা’-তে ‘মৌ’ এবং ‘আকাশ কুসুম’-এ ‘ঋতজা’র চরিত্রে নজর কেড়েছেন যিনি, এবার তিনিই এন্ট্রি নিচ্ছেন ‘মিতুল’ রূপে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাঁর শুটিংও। তবে হঠাৎ করে এই বদলের কারণ এখনো প্রকাশ্যে আসেনি।